নিউ ইয়র্কের টাইম স্কয়ার জায়গাটির নাম 'টাইম স্কয়ার' কীভাবে ও কেন দেওয়া হলো? এটির ইতিহাস কী?

1 Answers   2.5 K

Answered 2 years ago

আপনার হয়তো এখনো টাইম স্কয়ার এ ঘুরে আসার সৌভাগ্য হয় নি।কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন জায়গাটার নাম কেনো টাইম স্কয়ার ? অনেকে সারা জীবন নিউ ইয়র্কে থেকেও হয়ত এর উত্তর জানে না।

টাইম স্কয়ার জায়গাটা মূলত ব্রডওয়ে থেকে সপ্তম এভিনিউ পর্যন্ত।১৯০৪ সালের আগে এই জায়গাটি Longrace Square নামে পরিচিত ছিল।

Longrace Square এর নাম Times Square এ পরিবর্তিত হয় যখন নিউ ইয়র্ক টাইমস তাদের হেডকোয়ার্টাস এখানে স্থাপন করে।তখন থেকেই জায়গাটি টাইম স্কয়ার নামেই পরিচিত।তারপর নিউ ইয়র্ক টাইমস ১৯১৩ সালে তাদের জায়গা পরিবর্তন করে ফেলে। এরপর আরো ৩ বার তারা জায়গা পরিবর্তন করেছে।

Times Square এর বর্তমান নাম 1 Times Square

তাদের এই বিল্ডিংটির অদ্ভূত ডিজাইনের জন্য তারা যুগে যুগে অনেক বিলবোর্ড ভাড়াটেদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত এটি বিলবোর্ডের জন্য সবচেয়ে কাঙ্খিত জায়গা।

প্রতি বছর নতুন বছর উদযাপনের "বল ড্রপ" এর জায়গা এবং প্রতিদিন অানুমানিক ৩৬০০০০ পথচারী এই কালচারাল শপিং জোন দিয়ে যাওয়া অাসা করে থাকে!!

Chayan
chayan524
290 Points

Popular Questions