Answered 3 years ago
1। অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের তুলনা করবেন নাঃ পর্যটকরা প্রায়ই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে এক মনে করে ফেলে। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার অংশ এটা ও মনে করে। অস্ট্রেলিয়ায় গেলে একসাথে সব দেখা যাবে বলে অনেকে নিউজিল্যান্ড ভ্রমণে যায় না। কিন্তু নিউজিল্যান্ডের আলাদা সৌন্দর্য রয়েছে। নিউজিল্যান্ড একটি স্বাধীন দেশ। নিউজিল্যান্ডের সংস্কৃতি আলাদা।
2। মাওরি সংস্কৃতিকে অপমান করবেন নাঃ মাওরি সংস্কৃতির অপমান হবে এই রকম কোনো কাজ করবেন না। সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন।
3। ছোট দ্বীপগুলোকে অবহেলা করবেন নাঃ বেশিরভাগ পর্যটক উত্তর দ্বীপের ভ্রমণ করে কিন্তু দক্ষিণ দ্বীপ বা স্টুয়ার্ট দ্বীপ ঘুরে দেখে না। কিন্তু এটা ঠিক না। নিউজিল্যান্ডের প্রতিটা দ্বীপ ই অনেক সুন্দর।😍
4। লোকাল জনগণকে ভয় পাবেন নাঃ অনেক পর্যটক ই অন্য দেশে ঘুরতে গেলে পর্যটকরা লোকাল জনগণকে ভয় পায়। সাহায্য দরকার হলেও বলতে চায় না। কিন্তু আপনি কিউইদের যেকোনো সাহায্য দরকার হলে কোনো দ্বিধা ছাড়াই বলতে পারেন। কিউই রা অনেক বন্ধুত্বপূর্ণ।
5। নিউজিল্যান্ডের কাস্টমস সিস্টেমকে হালকাভাবে নিবেন নাঃ নিউজিল্যান্ডের কাস্টমস সিস্টেম অনেক কঠোর। তাই সব নির্দেশনা মেনে চলবেন।
rashedrimon publisher