"নাস্তিকতা একটি মানসিক রোগ" এমন প্রচারণা মাঝেমধ্যেই দেখা যায়, আসলেই নাস্তিকতা কি একটি রোগ?

1 Answers   14.5 K

Answered 3 years ago

এদেরকে চিনেন? বর্তমান সময়ের পুরো দুনিয়ার প্রযুক্তিজগত মূলত এরাই নিয়ন্ত্রণ করছেন। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা,প্রোগ্রামিং, বিগ ডাটা এনালাইসিস, এলগরিদমের জটিল হিসাব নিকাশ প্রভৃতি নানান জটিল বিষয়ে সম্যক জ্ঞান রাখতে হয়। এজন্য এদেরকে মনে করা হয় বর্তমান পৃথিবীর সবচেয়ে শার্প চিন্তার মানুষ। এদেরকে মাত্র এক ঘন্টার জন্য বাদ দিলে সেই একঘন্টাই কিন্তু পুরো পৃথিবী অচল হয়ে থাকবে। এরা কিন্তু প্রত্যেকেই স্বঘোষিত নাস্তিক। প্রশ্নকর্তার দাবি অনুযায়ী এরা মানসিক রোগী!

এবার নিচের এদেরকে দেখুন।আই এস, তালেবান সদস্য এরা। এই একবিংশ শতাব্দীতে এসে এরা একে-৪৭ রাইফেল নিয়ে ধর্মের নাম করে পুরো আফগানিস্তান ও ইরাক সিরিয়ার বিশাল এলাকা দখল করে বর্বর শরীয়া আইন চালু করেছে। নারীদের অবরুদ্ধ করে, পোশাকের দোকানের মেয়ে ডামিদের (ম্যানিকুইন) গলাকেটে, সংগীত শিল্পীদের হত্যা করে,বিজ্ঞান শিক্ষা নিষিদ্ধ করে এরা আল্লার আইন কায়েম করেছে। প্রশ্নকর্তার দাবি অনুযায়ী এরা সুস্থ ও স্বাভাবিক মানুষ!

Baby Naznin
babynaznin
565 Points

Popular Questions