নাইট ভিশন ক্যামেরা কি সম্পূর্ণ অন্ধকারে ভিডিও করতে সক্ষম?

1 Answers   11.7 K

Answered 3 years ago

আশা করি উত্তর পেয়েছেন। আমি আসলাম ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করতে।

নাইট ভিশন ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করে জানতে পারলাম আমাদের ফোনের ক্যামেরাও নাইট ভিশন হতে পারে। তখন বাটনযুক্ত ফোন ছিল। তো একদিন রিক্স নিয়ে ফোন খুলে ক্যামেরার লেন্স জোর করে তুলে ফেললাম এবং পেয়ে গেলাম ছোট্ট একটুকরা কাচ, লালচে যা ক্যামেরা সেন্সর আর ল্যান্সের ভিতর দেওয়া ছিল। ঐটাই ইনফ্রারেড কে ফিল্টার করে। তারপর ক্যামেরা আবার সুপার গ্লু মেরে বসিয়ে দিলাম। ঠিকঠাক ই কাজ করল এবং আমি অন্ধকারেও দেখতে পেলাম। কিন্তু একেবারে অন্ধকারে, যেমন রুমের কোনায় দেখতে পেতাম না ক্যামেরা দিয়ে। পরে আবিষ্কার করলাম ওখানে ইনফ্রারেড আলো কম। ইনফ্রারেড আলো ফেললে একদম ঝকঝকা। সর্বশেষ আমার ট্যাবলেট টার ক্যামেরাও ভেঙে নাইট ভিশন করতে গিয়েছিলাম। কিন্তু ফলাফল ক্যামেরা সেন্সর ভেঙে ফেলি। যার ফলে ক্যামেরা মডিউলটিই বাদ দিতে হয়।

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অপ্রাসঙ্গিক হলেও শেয়ার করে ফেললাম।


Imtiyaz Ahmed
imtiyazahmed
433 Points

Popular Questions