নরমাল ছবি এইচডি করা যায় এমন কোনও অ্যাপস বা ওয়েবসাইট আছে কি?

1 Answers   4 K

Answered 3 years ago

আসলে আমার অল্প জ্ঞানের আলোকে এই প্রশ্নের উওর দেয়া কতটা যথার্থ জানিনা তবে আমি একটি আ্যাপসের কথা বলবো যেট হয়তো আপনার কাজে আসতে পারে। আ্যাপসটির নাম রেমিনি (Remini)। এর থেকেও হয়তো আরো ভালো আ্যাপস আছে কিন্তু এটাও ভালো। ছবির কোয়ালিটি অনেকটাই ভালো করে দেয়। আমি অনেকদিন যাবত ব্যবহার করতাছি। Google এ গিয়ে Mod Apk নামিয়ে নিলে বেশি ফিচার ব্যবহার করতে পারবেন যদিও ফোনের জন্য কিছুটা ক্ষতিকর Mod Apk আ্যপস গুলা। আর যারা আগেই জানেন তারা উওরটি উপেক্ষা করতেই পারেন


Shihab
dollorshaheb
120 Points

Popular Questions