Answered 2 years ago
এই জগৎ সংসারে কোনেকিছুই অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক নয়।মানব-জীবনের সৃষ্টি-তত্বের বিষয়ে, গোড়ার কথা হচ্ছে, "রহস্য রোমাঞ্চ ক্রমশ প্রকাশ্য। " সুতরাং নাভির নীচের চুল হচ্ছে যৌনাঙ্গের স্বাভাবিক এবং প্রাকৃতিক সৌন্দর্যায়ন যা যুগপৎ আপাত অন্তরাল এবং অন্তরায়।
প্রাকৃতিক নিয়মেই যৌনাঙ্গ থেকে যৌন-রস নিঃসৃত হয়ে থাকে, যৌন-কেশ প্রাথমিকভাবে সংলগ্ন ত্বককে সুরক্ষা প্রদান করার চেষ্টা করে।সাধারণত যৌন রস যখন প্রথম যৌবনে নিঃসৃত হতে শুরু করে তখন কুচকীতে এবং আবৃত-দেহে, দাদ-হাঁজা চুলকানি হতে দেখা যায়।
নাভির নীচের চুলের ভালো বাংলা হচ্ছে, "যৌন-কেশ !! " কেউ যদি মাথা নেড়া বা মুণ্ডিতমস্তকে থাকতে ভালোবাসেন তবুও মাথার চুলের প্রাসঙ্গিকতা নষ্ট হয় না,তাই মাথার চুলের মত যৌন কেশের পরিচর্যা এবং যৌনাঙ্গের যত্ন নেওয়াও প্রাসঙ্গিক।
Hurairafaika publisher