নভীর নিচের লোমের কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে,মানে চুলের যেমন কাজ মাথা কে আচ্ছাদন করে রাখা ইত্যাদি তেমনি নাভির নিচের লোম আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

1 Answers   7 K

Answered 2 years ago

এই জগৎ সংসারে কোনেকিছুই অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক নয়।মানব-জীবনের সৃষ্টি-তত্বের বিষয়ে, গোড়ার কথা হচ্ছে, "রহস্য রোমাঞ্চ ক্রমশ প্রকাশ্য। " সুতরাং নাভির নীচের চুল হচ্ছে যৌনাঙ্গের স্বাভাবিক এবং প্রাকৃতিক সৌন্দর্যায়ন যা যুগপৎ আপাত অন্তরাল এবং অন্তরায়।

প্রাকৃতিক নিয়মেই যৌনাঙ্গ থেকে যৌন-রস নিঃসৃত হয়ে থাকে, যৌন-কেশ প্রাথমিকভাবে সংলগ্ন ত্বককে সুরক্ষা প্রদান করার চেষ্টা করে।সাধারণত যৌন রস যখন প্রথম যৌবনে নিঃসৃত হতে শুরু করে তখন কুচকীতে এবং আবৃত-দেহে, দাদ-হাঁজা চুলকানি হতে দেখা যায়।

নাভির নীচের চুলের ভালো বাংলা হচ্ছে, "যৌন-কেশ !! " কেউ যদি মাথা নেড়া বা মুণ্ডিতমস্তকে থাকতে ভালোবাসেন তবুও মাথার চুলের প্রাসঙ্গিকতা নষ্ট হয় না,তাই মাথার চুলের মত যৌন কেশের পরিচর্যা এবং যৌনাঙ্গের যত্ন নেওয়াও প্রাসঙ্গিক।

Huraira Faika
Hurairafaika
436 Points

Popular Questions