নদী বিধৌত বলতে কী বোঝায়?

1 Answers   6 K

Answered 2 years ago

বাংলা বানানে কখন নদ ও কখন নদী লিখব এই ব্যাপারে আমার হাইস্কুলের বাংলা শিক্ষক একটা নিয়ম বলেছিল। নিয়মটা হলঃ যদি নামের পিছনে আ-কার, ই-কার বা এই জাতীয় কিছু থাকে তাহলে নদী হবে। যেমনঃ মেঘনা নদী, পদ্মা নদী, আড়িয়ালখা নদী, আড়পাংশিয়া নদী।

কিন্ত যদি নামের পিছনে আ-কার, ই-কার বা এই জাতীয় কিছু না থাকে, তখন নদ হবে। যেমনঃ ব্রহ্মপুত্র নদ, কপোতাক্ষ নদ। ঐ শিক্ষকের নির্দেশের পর থেকে এভাবেই লিখে যাচ্ছি। [ঐ শিক্ষক এখন পরলোকগত। আমি জানিনা এটাই সঠিক নিয়ম কি না]

Rafid
Rafid
305 Points

Popular Questions