ধূমপান না করে নিরাপদ উপায়ে কী করে ধূমপায়ীদের মত কালো ঠোঁট পেতে পারি?

1 Answers   1.8 K

Answered 2 years ago

একেকজনের রুচি একেকরকম আপনি আরেকটা জ্বলন্ত উধাহরন।

Cream: Betnovet/Clovet এ জাতীয় মলম সবাই ইউজ করে ঠোট লাল করতে। আসলে এ ক্রিমের কাজ ঠোট লাল করা না। ক্রিমের সাইডইফেক্টে লেখা আছে স্কিন লাল হবে। তাই এটা এর সাইডইফেক্টের জন্যই সবাই ইউজ করে।

আপনি ও সরাসরি কালো করতে পারবেন না। তবে কমদামি লিপিস্টিক জাতীয় আইটেম রোজ রাতে মোটা করে লাগান ঘুমিয়ে যান। ১ মাস পর ব্যাবহার বাদ দেন দেখবেন ঠোট কালো হয়ে যাচ্ছে। এছাড়াও বাজারে আরো কিছু ঠোট লাল করার ক্রিম আছে যেগুলা ইউজ করা বাদ দিলে আগের থেকেও ঠোট কালো হয়ে যায়। ইউটিবে সার্জ দিলে পেয়ে যাবেন এমন অনেক ক্রিম। এছাড়া ব্লাক লিপিস্টিক হাল্কা ইউজ করে টেম্পুরারি কালো ঠোট পেতে পারেন।

Munni Khatun
munnisha05
305 Points

Popular Questions