ধর্ম কি ফালতু জিনিস?

1 Answers   13.4 K

Answered 2 years ago

জ্বী না। বরং অতীব গুরুত্বপূর্ণ জিনিস। প্রচণ্ড শোকে, প্রবল ভয়ে, মানুষের নিদারুণ স্বার্থপর আচরণে হৃদয় ক্ষত-বিক্ষত হয়ে গেলে, জীবনের কঠিন বাস্তবতার কাছে হেরে গিয়ে যখন একান্ত আপনজনকেও নিজের কষ্টের অনুভব উপলব্ধি না করানো যায় তখনই বোঝা যায় ধর্ম কী জিনিস। স্রষ্টাকে মানুষের কেন দরকার? কেউ যখন আপনার না, তখন একমাত্র যার উপর আপনি নির্ভর করতে পারবেন তিনি হচ্ছেন আপনার সৃষ্টিকর্তা। এই নির্ভরতা স্রষ্টার নিজের জন্য নয়, বরং আপনার হৃদয়ের প্রশান্তির জন্যই আপনি স্রষ্টার উপর নির্ভর করেন।

একটা সাধারণ বিষয় লক্ষ্য করেছেন কি? যদি আপনি একজন বিবেকবান মানুষ হওয়া সত্ত্বেও কোন পাপ করে ফেলেন এবং বুঝতে পারেন, বোঝা সত্ত্বেও আবার পাপ করেন এবং আবার…স্বাভাবিকভাবেই আপনার বিবেকবোধ আপনাকে পীড়া দেবে। পাপ করার সময় আপনার স্বাধীনতা ছিল কিন্তু পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য? নিজের পাপ কি আপনি নিজেই মোচন করতে পারবেন? পারবেন না। তখন আপনার আত্মার পরিশুদ্ধির জন্য একজন সর্বশক্তিমানের কাছে আপনাকে আত্মসমর্পণ করতেই হবে। তিনিই সৃষ্টিকর্তা। তাঁর ইবাদত করা এবং তাঁর আদেশ -নিষেধ মেনে জীবন চালানোই ধর্ম। অন্তর পরিশুদ্ধ রাখতে চাইলে আপনি নিজেই তাঁর খোঁজ করবেন।

Rumman
rumman
292 Points

Popular Questions