ধর্ম কি? কেন আপনি এটি প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় মনে করেন? কারণ দেখাও?
0
0
1 Answers
10.7 K
0
Answered
2 years ago
ধর্ম মানেই শুধু কথিত ঈশ্বরে বিশ্বাস নয়।
আমার কাছে ধর্ম হচ্ছে কিছু নিয়ম কানুন ও রীতিনীতির মধ্যে দিয়ে নিজেকে চালিয়ে নেয়ার পথ। সেই পথ আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে ভালো না লাগলে অন্যান্য হরেক রকম কথিত ঈশ্বরময় ধর্ম আছে। আবার ঈশ্বর বিহীন ধর্মের পথও আছে। আপনি চাইলে মিশ্র ধর্মেও থাকতে পারেন আবার চাইলে ধর্মকে ছুড়ে ফেলে দিয়ে নিজের মতো করে ধর্মকে সাজিয়ে নিজে নিজে পালন করতে পারেন। শুধু অন্যের ও সমাজে যাতে কোনো ক্ষতি বা কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। কারন এতে আপনি শান্তিমতো আপনার বানানো নিজের ধর্ম পালন করতে পারবেন না। বিশৃঙ্খলায় জড়িয়ে যাবেন।
আমার কাছে ধর্মের প্রয়োজন আছে তবে ধর্মের মধ্যে যেসব গোজামিলে ভরা কল্প কাহিনি আর কুসংস্কার ও রীতিনীতি আছে যেগুলো মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি তো করেই, সমাজের ও মানুষের জন্যও ভালো কিছু বয়ে আনে না, সেই গোজামিল গাল গপ্প ও রীতিনীতি গুলো অপ্রয়োজনীয়।
ধর্মের প্রয়োজন আছে কারন মানুষ ধর্মহীন হয় না। বরং ঈশ্বররা হয় ধর্মহীন। তাদের কোনো রীতিনীতি নেই, তারা কোনো রীতিনীতি অনুসরণ করে না। তারা উগ্র। তারা নিজেরাই জানে না যে তারা কেনো মানুষ সৃষ্টি করেছে। তাদের উদ্দেশ্য কি! তাদের অস্তিত্ব প্রকাশেরও ক্ষমতা নেই। তারা গোজামিলে ভরা। তারা প্যারাডক্সে আটকে যায়। কিছু লোক প্রচার করে ঈশ্বরের নাকি ধর্ম আছে। আমি জানিনা ঈশ্বরের আবার ধর্ম হয় কীভাবে?
আপনি একবার ভাবুন তো আপনি নিজে একটি ধর্ম বানানেল আর আপনি নিজেই সেই ধর্ম মানেন না বা অনুসরণ করেন না? আপনি ধর্ম বানাবেন শুধু অন্যের জন্য। আপনার কি তাহলে ধর্মের প্রয়োজন নেই?
তাহলে ঈশ্বর যদি ধর্ম বানায়, সে কি তার নিজের বানানো ধর্ম মানে বা বিশ্বাস করে ? যদি সে নিজের ধর্ম মানে বা বিশ্বাস করে তাহলে তো সে ধর্ম রীতিনীতি অনুযায়ী নিশ্চুই প্রার্থনায় বিশ্বাস করে, ভাগ্যে বিশ্বাস করে, নিজের পরকালে বিশ্বাস করে। কারন এগুলো ছাড়া ধর্মীয় বিশ্বাস হয় না। নাকি বিশ্বাস করে না? যদি এসবে নিজেই বিশ্বাস না করে তাহলে মানুষ কেনো এগুলোতে বিশ্বাস করতে যাবে? আর যদি উনি এসবে বিশ্বাসই করে তাহলে উনি ঈশ্বর হয় কিভাবে? এছাড়াও বিশ্বাস করতেও তো মস্তিষ্ক লাগে।
ঈশ্বরের মস্তিষ্ক?
যদি বলি ধর্ম হচ্ছে পথ। যে পথে উদ্দেশ্য থাকে। তাহলে কি মানুষ সৃষ্টিতে ঈশ্বরের কোনো উদ্দ্যেশ্য আছে? উদ্দেশ্য তো তাদেরই থাকে যাদের অর্জন, অভাব, পতন ও ধর্ম থাকে। ঈশ্বরেরও তাহলে অর্জন, অভাব, পতন ও ধর্ম আছে?
hackerthon publisher