Answered 2 years ago
কেন ভাই? বর্তমানে যে বাংলাদেশে নীরব দুর্ভিক্ষ চলতেছে সেটা কি বুঝতে পারতেছেন না
যখন টিসিবির পিছনে মানুষের হাহাকার দেখা যাচ্ছে, সেটা কি দুর্ভিক্ষ নয়?
দ্রব্যমূল্যের দাম নিয়ে যখন সাধারণ মানুষের ক্ষোভ অবিরত মিডিয়ায় প্রকাশ পায়, সেটা কি দুর্ভিক্ষ নয়?
এই সরকারের আমলে দুর্ভিক্ষ সেই ২০২০ সাল থেকেই দেখা দিয়েছে। ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর পরিবর্তে এখন ৭০ টা কেজিতে চাল খাওয়ানো হচ্ছে।
ধরুন ২০২৩ সালে দুর্ভিক্ষ হলো, তখন কী করবেন?
ঘোড়ার ঘাস কাটব। হাতে চুড়ি আর মাথায় ঘোমটা দিয়ে বসে থাকব।
এমনিতেও যেখানে আপনার আমার মতামতের, প্রতিক্রিয়ার কোনো মূল্য নেই; সেখানে তথাকথিত এই স্বাধীন দেশে কি আর করার !!
তবে কয়েকটি বিষয় বলে রাখি।
এই দুর্ভিক্ষে সরকার দলীয় লোকদের কিছুই হবেনা। তাহাদের লুটপাট সবকিছুই জমা আছে।
১৯৭৪ সালের দুর্ভিক্ষের যে কারনগুলো দায়ী, বর্তমানে ঠিক সেইসব কারনই দায়ী।
করোনার সময়ে সরকার দলীয় লোকদের চাল চুরি, তেল চুরি, মজুদকরন, লুটপাট যেরকম অহরহ চলতেছিল, দুর্ভিক্ষ আসলে ঠিক সেরকমই হবে।
এখন ধরেন, আমার মতো সাধারণ পাবলিক যারা আছে তাদের অনেক কষ্ট করে থাকতে হবে; করোনার সময় সংকটময় মুহূর্তে আল্লাহ বাঁচিয়েছে। তিনি যদি বাঁচিয়ে রাখেন, তাহলে আমার কোনো চিন্তা নেই।
jakirrana publisher