ধরুন আর্জেন্টিনা আর ফ্রান্স যদি 2022 বিশ্বকাপ খেলে আপনি কোন দলকে সমর্থন করবেন?

1 Answers   5.4 K

Answered 2 years ago

আমি যে দলকেই সাপোর্ট করি না কেন তাতে কারো কিছু যাবে আসবে?

এদেরকে সাপোর্ট করে যদি যুদ্ধাস্ত্র পাঠায় তাতেও কি কারো পরাজয় আটকাতে পারবো?

কাতারে খেলা হচ্ছে। আর আমরা এখানে বসে মাতামাতি করি। উন্মাদনা করি। প্রিয় দল জিতলে কাপড়চোপড় খুলে ফেলি। তাতে ফ্রান্স এবং আর্জেন্টিনার কিছু যাবে আসবে না। শুধু শুধু আমাদের সময়ই নষ্ট হবে।

তবে চেয়েছিলাম ব্রাজিল জিতুক। ব্রাজিল যেহেতু বাদ পড়ে গেছে কাজেই চাইবো যে মরক্কো কাপটা নিক। কারণ আফ্রিকান দেশ। এর আগে তারা কখনো বিশ্বকাপ পায়নি। আরেক দিকে অনেকে বলছেন যে মুসলিম দেশ হিসেবে তারা প্রথম বিশ্বকাপের দাবিদার। আরব বিশ্ব, আফ্রিকান মহাদেশ এবং মুসলিম বিশ্ব নাকি তাদের দিকে তাকিয়ে আছে। তবে আমি ওসব চেতনায় বিশ্বাসী নই। আমি সবসময়ই চাই যে নতুন কেউ বিশ্বকাপ পাক। যাদের নিয়ে কেউ মাতামাতি করে না, তারাই কাপটা নিক। এটাই এখন একমাত্র চাওয়া।


Sinjon Khan
sinjonkhan
517 Points

Popular Questions