Answered 3 years ago
কোন বাংলাদেশী যদি অ্যামেরিকার (উদাহরণ স্বরূপ) পাসপোর্ট পায় আর সে যদি দ্বৈত নাগিরকত্ব গ্রহণ না করে তাকে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশ দূতাবাস থেকে এনভিআর ( নো ভিসা রিকোয়ার্ড) স্ট্যাম্প করিয়ে নিতে হয়। এটার মেয়াদ থাকে ঐদেশের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত।
কেউ যদি দ্বৈত নাগরিকত্ব নেয় তবে কোনও দেশের ভিসা বা এনভিআর সিল প্রয়োজন নেই। সেক্ষেত্রে তার পাসপোর্টে লিখে দেয়া হয়, সে বাংলাদেশেরও নাগরিক (হি ইজ আ সিটিজেন অব বাংলাদেশ টু)। কাজেই কোন দ্বৈত নাগরিকের দেশ দুটি ভ্রমণ করতে কোন ভিসার প্রয়োজন নেই।
এক ব্যক্তি একই সঙ্গে দুটি দেশের নাগরিকতা অর্জন করলে তাকে দ্বৈত নাগরিকত্ব বলে। সাধারণত একজন ব্যক্তি একটি মাত্র রাষ্ট্রের নাগরিকতা অর্জনের সুযোগ পায়। তবে, জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকায় কোনও কোনও ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে। যেমন– বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে জন্মনীতি অনুসরণ করে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জন্মনীতি ও জন্মস্থান উভয় নীতি অনুসরণ করে। এক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সৃজন করা যায়।
আপনি যখন অ্যামেরিকার (উদাহরণ স্বরূপ) নাগিরকত্ব গ্রহণ করেন তখন আপনার বাংলাদেশী নাগরিকত্ব থাকে না, যতক্ষণ পর্যন্ত না আপনি মিনিস্ট্রি অব হোম এ্যাফেয়ার্সে আবেদন করে বাংলাদেশেরও নাগিরকত্ব বহাল করিয়ে নিচ্ছেন। ধন্যবাদ।
limakhan01 publisher