দেবদারু গাছ নাকি শব্দ দূষণ রোধ করে এটা কি সত্যি?

1 Answers   5 K

Answered 3 years ago

মানব ঘটিত কিংবা কৃত্রিম শব্দ দূষণ রোধে দেবদারু গাছের ক্ষমতা অনেক বেশি। তাই গবেষকরা নগর কিংবা শহর সাজানোর ক্ষেত্রে দেবদারু গাছকে অধিক মূল্যায়ন করে থাকে।

দেবদারু গাছ কি শুধুই শব্দ দূষণ রোধে সহায়ক ? না , দেবদারু গাছ পরিবেশের অধিক অক্সিজেনের মাত্রা বাড়িয়ে পরিবেশকে শীতল ও সজীব রাখে। এছাড়াও মাটি দূষণ ও মাটির তলদেশের পানি পরিষেধনের(ফিল্টারিং) কাজও করে থাকে।

গবেষকদের গবেষণায় দেবদারু প্রজাতির ১৩ টি গাছে অতিব উচ্চ শব্দ দূষণ রোধ করার সক্ষমতা পাওয়া গেছে। তারমধ্যে দেবদারু অথবা পাইন, পপলার ও চেরি যা শহরাঞ্চলে দিব্যি বেড়ে উঠতে পারে। উন্নত দেশের শহরগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে "দেবদারু" রোপণের উপর জোর দিচ্ছে।


Jannatul Rabiya
jannatulrabiya
320 Points

Popular Questions