দেখা যায়, মোবাইল ফোনের পিছনের কভার (সাদা প্লাস্টিকের) বেশিদিন ব্যবহার করলে হালকা লাল বর্ণ ধারণ করে। এর পিছনে বিজ্ঞানের ব্যাখ্যা আছে কি?
15
0
1 Answers
3 K
0
Answered
3 years ago
প্রধানত সূর্যের অতিবেগুনী রশ্মি এর জন্য দায়ি। এ রশ্মি কাভারের প্লাস্টিকের আনবিক গঠনে পরিবর্তন করে। ফোনটি ঘরের বাইরে বেশি ব্যবহৃত হলে তাড়াতাড়ি লালচে/হলুদাভ বর্ণ ধারণ করবে। এছাড়াও তাপ, আর্দ্রতা বা নানা রাসায়নিকের সংস্পর্শে এলেও এমন হতে পারে।
nabilahmed publisher