দুশ্চিন্তা করলে অশান্তি বা অস্থিরতা এবং মাথা ধরা ধরা অনুভব মনে হয়? এটা কি সবার ক্ষেত্রে স্বাভাবিক?

1 Answers   11.6 K

Answered 2 years ago

চিন্তা দুশ্চিন্তা কোনটিই ভালো নয়, এগুলা বেশি হলে মানসিক বিপত্তি ছাড়াও দেখা দেবে বিভিন্ন শারীরিক সমস্যাও। ক্ষুধামান্দ্য থেকে শুরু করে নিদ্রাহীনতা, উচ্চরক্তচাপ, মাথাব্যথা, বহুমূত্র এমনকি হৃদ্‌রোগও দেখা দিতে পারে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে। অনেকেরই 'টেনশন হেডেক' বা অতিরিক্ত মাথাব্যথা দেখা দেয়। যার ফলে আপনার ঘাড় ও চোখের ব্যথাও হতে পারে

Bristy
Bristy
326 Points

Popular Questions