Answered 2 years ago
আপনি বাংলাদেশী পাসপোর্ট নিয়ে যদি বৈধ ভাবে ইউরোপে আসতে চান তাহলে পৃথিবীর যেকোনো দেশ থেকে আসতে আপনার একই রকম ঝক্কি-ঝামেলা পোহাতে হবে। আর অবৈধভাবে আসার কোনো পরামর্শ আমি দিবো না। কারণ প্রথমত এটি আইনত অবৈধ। দ্বিতীয়ত, এটা অনেক রিস্কি একটা কাজ। ইউরোপে ঢুকতে গিয়ে প্রতি বছর প্রচুর লোক ইস্টার্ন ইউরোপের জঙ্গলে শীতে, অনাহারে, রোগে-শোকে ধুঁকে ধুঁকে মারা যায়। যারা সমুদ্রপথে আসে তাদের বড় একটা অংশ সমুদ্রে ডুবে মারা যায়। তাছাড়া মানব পাচার এর সাথে ইউরোপিয়ান ইউনিয়নের বাহিরে পূর্ব ইউরোপের বিশাল মাফিয়া চক্র জড়িত আছে। কোনো ধরণের ঝামেলা হলে এরা মানুষকে গুলি করে মেরে পূর্ব ইউরোপের জঙ্গলে মৃত দেহ পুঁতে ফেলে। নিজের জীবনের উপর এতো বড় রিস্ক নেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। যদি আসতে চান ভিসা নিয়ে বিমানে উঠে ভদ্রলোকের মতো আসেন। না পারলে দেশেই কিছু একটা করার চেষ্টা করেন।
Shilpi publisher