দিনে দিনে স্মার্টফোনের পর্দার আকার, ক্ষমতা ও ফিচার বেড়েছে কিন্তু ওজন বাড়েনি। কেন বা কীভাবে সম্ভব হলো?

1 Answers   2.3 K

Answered 3 years ago

এর কারণ ন্যানো টেকনোলোজির উন্নয়ন। এর ফলে সময়ের সাথে সার্কিট নকশা, ইলেকট্রনিক কম্পোনেন্ট, প্রসেসর, ব্যাটারি টেকনোলজি, স্ক্রিন টেকনোলজি ইত্যাদির উন্নয়ন হয়েছে, অর্থাৎ দিনদিন ইলেকট্রনিক চিপ, ট্রান্সিস্টর, ক্যাপাসিটর, ডায়োড এদের আকার ছোটো করতে সক্ষম হওয়ায় একই জায়গা ব্যবহার করে অধিক শক্তিশালী প্রসেসর, ব্যাটারি বানানো সম্ভব হয়েছে এবং জটিল সার্কিট তথা মাদারবোর্ড আকারে তেমন বড়ো হয়নি।

ফোনের শক্তির পুরোটাই নির্ভর করে প্রসেসরের (CPU+GPU) উপর। প্রতি বছর এসব মোবাইল প্রসেসরের শক্তি বৃদ্ধি পাচ্ছে এদের নকশা উন্নত করার ফলে। ফলে এরা কম সময়ে আগের চেয়ে বেশি কাজ করতে পারছে আর ব্যাটারিও কম শোষণ করছে। আগে মোবাইলের ভরের বড়ো একটা অংশ থাকতো এর ব্যাটারির। এখন হালকা যৌগে তৈরি অধিক ঘনত্বের ব্যাটারি অল্প স্থানে অধিক চার্জ সংরক্ষণ করতে সক্ষম। তাছাড়া ফোন এর বাইরের আবরণের উপাদানেও নানা পরিবর্তন এসেছে সময়ের সাথে যেন ফোনটি আরও হালকা ও মজবুত হয়।

Dipty Khatun
diptykhatun
420 Points

Popular Questions