দাঁড়ি না গজানো কি স্বাভাবিক না অস্বাভাবিক?

1 Answers   3.3 K

Answered 2 years ago

পুরুষদের দাঁড়ি গজানো যেমন স্বাভাবিক, ঠিক তেমনি নারীর দাঁড়ি না গজানো ই স্বাভাবিক।

বর্তমানে হরমোনের প্রভাবে অনেক নারীর ই দাঁড়ি গোঁফ দেখা যায়। ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ও প্রকাশ নয়ন্ত্রন করে।

যেমন স্তন গঠন বহূমূল ,শ্রোণিদেশ প্রভৃতি স্থানে যৌন কেশোদ্গমন ও যৌনকেশের স্ত্রী সুলভ বিন্যাস নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন। এছাড়া স্ত্রী সুলভ সুমধুর কন্ঠ স্বর ,মসৃণ স্বল্প লোমবিশিষ্ট ত্বক প্রভৃতি অন্যান্য বৈশিষ্ট্য গুলিও নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন।

এই ইস্ট্রোজেন এর মাত্রা অতিরিক্ত ক্ষরণের ফলে মেয়েদের গোঁফ রেখা দেখা যায়।

Liza Khatun
liza
408 Points

Popular Questions