Answered 3 years ago
তারা দেখতে "স্টার" চিহ্নের মতো না, তবে এই চিহ্নের ধারণা এসেছে তারার উজ্জ্বল আলোর জন্য। তারা বা উজ্জ্বল কোন বস্তুর দিকে তাকালে বা এর ছবি তুললে মনে হয় এর চারপাশ থেকে কিছু একটা বেরিয়ে আসছে। এমন ধারণা থেকেই প্রাচীন মানুষ তারাকে এভাবে আঁকা শুরু করে এবং বর্তমানে চিহ্ন হিসেবে এর ব্যবহার হয়।
Kalam Biswas publisher