তাত্ত্বিকভাবে, আমি যদি পৃথিবী থেকে 100 মিলিয়ন আলোকবর্ষ দূরে থাকি, এবং যদি আমার কাছে যথেষ্ট শক্তিশালী একটা টেলিস্কোপ থাকে, আমি কি ডাইনোসরদের দেখতে পারব?

1 Answers   6.4 K

Answered 2 years ago

হ্যাঁ, দেখা সম্ভব।



আমরা কোনো কিছু তখনই দেখতে পাই যখন সেই বস্তুটির উপর পরা আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে প্রবেশ করে। চোখে প্রবিষ্ট আলো আমাদের চোখের রেটিনায় বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি করে এবং জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মস্তিষ্কে বস্তুটির অনুরূপ একটি বস্তুর অনুভূতির সৃষ্টি করে।


অর্থাৎ কোনো কিছু দেখা কিংবা না দেখা এই বস্তুু থেকে প্রতিফলিত আলোর উপর নির্ভর করছে।


এখন ১০০ মিলিয়ন বছর আগের পৃথিবীর কথা চিন্তা করি। তখন পৃথিবীতে ডাইনোসর ছিল। ঘন জঙ্গল ছিল। তখন বিভিন্ন উৎস (মূলত সূর্য ) থেকে পৃথিবীতে যে আলো পড়েছিল তা প্রতিফলিত হয়ে দূর মহাশূন্যে পরিভ্রমণ করতে থাকে এমনকি এখনও সেই ডাইনোসরের উপর পরা আলো অবিরাম ছুটে চলেছে!


এখন যদি কোনো মানুষ অথবা এলিয়েন ১০০ মিলিয়ন দূর থেকে তার হাইটেক টেলিস্কোপটিকে পৃথিবীর দিকে ফোকাস করে তাহলে সে সেই ১০০ মিলিয়ন বছর আগের পৃথিবীর প্রতিফলিত আলোটা থেকে তৈরি প্রতিবিম্ব দেখতে পাবে। টেলিস্কোপটি যদি সেই লেভেলের হয় তাহলে পৃথিবী পৃষ্ঠে হেঁটে চলা ডাইনোসরদেরকেও দেখতে সম্ভব হবে। যতই অদ্ভুত হোক না কেন এটাই সত্যি।


ব্যাপারটা আরও সহজ হবে যদি আমরা সূর্যের কথা চিন্তা করি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ৩১ সেকেন্ড। অর্থাৎ আমরা যখনই সূর্যকে দেখি আমরা মূলত ৮ মিনিট ৩১ সেকেন্ড আগের সূর্য থেকে নির্গত আলো বা সূর্যটাকে দেখতে পাই৷ এখন যদি কেউ একজন সূর্য থেকে টেলিস্কোপ দিয়ে আপনাকে দেখতে চায় তাহলে সে ৮ মিনিট ৩১ সেকেন্ড আগের আপনাকে দেখতে পাবে অর্থাৎ অতীত দেখবে।


এমনকি সূর্য যদি ব্যানিশ হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারব ৮ মিনিট ৩১ সেকেন্ড পর।


Mamun Khan
Mamun Khan
540 Points

Popular Questions