সম্পর্কিত
তাপের ক্যালরি কাকে বলে?
ক্যালরি হলো শক্তির একক।যা দিয়ে কোন খাদ্য হতে আমাদের শরীরে কত শক্তি পাওয়া যায় তা পরিমাপ করা হয় ।এছাড়া ও ১ কেজি পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপশক্তির প্রোয়োজন হয় তার পরিমাণ কে ১ ক্যালরি বলে ।
ছবি: গুগল ।
ভালো লাগলে আপভোট দিয়ে অনুপ্রাণিত করবেন ।ধন্যবাদ ।
rashedrahaman publisher