ঢাবিতে বাংলা নাকি রাবিতে আইন বেশি ভালো হবে?

1 Answers   9.8 K

Answered 2 years ago

বলা হয় রাবির আইন দেশসেরা। কিন্তু এখন অতোটা ওইভাবে আর বিচার করা হয় না। কারন রাবির আইনের স্টুডেন্ট রা যেমন দেশে ভালো পজিশনে যাচ্ছে বেশি বেশি ক্যাডার হচ্ছে তেমনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও অনেক অনেক ক্যাডার বের হচ্ছে।

তবুও কিছু দিক থেকে দেখতে গেলে আইন অবশ্যই বাংলার থেকে অনেক উচ্চমানের একটি সাবজেক্ট। এবং সাধারণত আইন পেতে হলে প্রথম দিকে পজিশন থাকতে হয়। মানবিক বিভাগ থেকে প্রথম ডিম্যান্ডিং সাবজেক্ট এটি।

তাই ঢাবির বাংলার থেকে অবশ্যই রাবির আইন ভালো হবে।

Kanij Bonne
kanijbonne
539 Points

Popular Questions