ঢাকা শহরে নতুনদের জন্য আপনার সেরা পরামর্শ কী?

1 Answers   6.4 K

Answered 3 years ago

আমার ১০টি পরামর্শ থাকবে-

১। রাত ১০ টার পর বাইরে না বের হওয়াই ভালো।

২। দুষ্টলোকদের সাথে মেশা যাবে না। মন্দ লোকদের এড়িয়ে চলবেন।

৩। নিরিবিলি রাস্তায় একা চলাচল করা যাবে না। এমন কি দিনের বেলাও না।

৪। কমলাপুর রেলস্টেশন, গুলিস্তান, ফার্মগেট, সায়দাবাদ বাস স্টেশন, গাবতলী বাস স্টেশন, সদরঘাট এবং সরকারি হাসপাতাল গুলোতে ইত্যাদি জায়গাতে গেলে খুব সাবধান থাকতেন হবে। এসব জায়গায় বদলোক দিয়ে ভরা।

৫। এই শহরে কাউকে বিশ্বাস করা যাবে না।

৬। যে এলাকায় থাকবেন মুরুব্বীদের সাথে সু সম্পর্ক বজায় রাখবেন। তাদের সালাম দিবেন।

৭। পাড়া বা মহল্লার তিন রাস্তার মোড়ে আড্ডা দিবেন না।

৮। নারীজাতির দিকে বোকার মতো তাকিয়ে থাকবেন না।

৯। কারো কাছ থেকে টাকা ধার নিবেন না। দোকান বা কোথাও থেকে বাকিতে

Nadim Rayhan
nadimrayhan
486 Points

Popular Questions