ঢাকা শহরে কম খরচে থাকার কিছু কৌশল শেয়ার করবেন কি?

1 Answers   7.6 K

Answered 3 years ago

মাসের শুরুতে কমপক্ষে ২০ শতাংশ( পারলে আরো বেশি) সঞ্চয় করুন। বাকি ৮০ শতাংশ থেকে সারা মাস খরচ করুন।

যে জিনিস একসাথে ২টা কিনার সামর্থ্য নাই, সেই জিনিস ভুলেও কিনবেন না। প্রত্যেকটা জিনিসের পরবর্তী হিডেন খরচ থাকে। যেমন ধরুন, আপনি একটা মোটর সাইকেল কিনলেন। ব্যস এবার দেখবেন, মোটর সাইকেল কতো খরচ ডেকে নিয়ে আসবে- রেজিস্ট্রেশন খরচ, লাইসেন্স খরচ, প্রতিদিনের জ্বালানি খরচ, নিয়মিত সার্ভিসিং খরচ, পার্কিং খরচ ইত্যাদি। তবে মোটর সাইকেল যদি আপনার আয়ের উৎস হয়, সেটা ভিন্ন বিষয়।

আপনার মনে হল একটা জিনিস কিনবেন, জাস্ট ভুলে যান। একান্ত যদি পরিস্থিতি আপনাকে বাধ্য করে তখন আপনি এমনিতেই কিনবেন। এই সিস্টেম অনুসরণ করলে বুঝতে পারবেন, কোনটা প্রয়োজনীয় খরচ আর কোনটা অহেতুক। তবে মৌসুমি কাঁচা-পাকা ফল কিনতে কখনো হিসেব করবেন না।

ডিস্কাউন্ট দেখে কখনো একবারে অনেক জিনিস কিনে মজুত করবেন না। মনে হতে পারে আপনার লাভ হচ্ছে, আদতে আপনার কাছ থেকে একবারে অনেকগুলো টাকা বেরিয়ে গেলো। যখন যে দাম, সে দামেই আপনার প্রয়োজনীয় জিনিসটি প্রয়োজনীয় পরিমাণেই কিনুন। লাগবে দেখেই একবারে কিনাটা অপচয় বাড়ায়। পরীক্ষা করে দেখতে পারেন।

এল ই ডি বাতি ব্যবহার করুন। ফ্যানের গতি সব সময় ফুল না রেখে আন্দাজ করে ৮০ শতাংশ গতিতে ব্যবহার করুন। একান্ত প্রয়োজন না হলে কখনো ফ্রিজের সুইচ বন্ধ করবেন না। যদি বাসায় এসি থাকে, এসি ব্যবহার না করলে সব সময় এসির মেইন সুইচ বন্ধ করে রাখবেন। তাপমাত্রা একবারে না কমিয়ে এসির পাশাপাশি ফ্যান ৫০ শতাংশ গতিতে চালাতে পারেন। ওয়াসিং মেশিন, ব্লেন্ডার ইত্যাদি ব্যবহার না করে ম্যানুয়ালি কাজ করতে পারেন, এতে খরচ তো বাচবেই শরীরও ফিট থাকবে। মোবাইল চার্জের সময় অ্যালার্ম দিয়ে রাখবেন, সঠিক সময় প্লাগ খুলে ফেলবেন। এতে ব্যাটারি ভালো থাকবে।

জিমে ভর্তি না হয়ে একটা সাইকেল কিনতে পারেন। নিয়মিত সাইকেল চালাতে পারেন এতে শরীর ফিট থাকবে। জিমের খরচ অফেরতযোগ্য। কিন্তু সাইকেল আপনাকে একটা রোমাঞ্চকর অনুভূতি দিবে, রিক্সা ভাড়া বাঁচাবে, আবার টাকার দরকার পড়লে বিক্রিও করতে পারবেন। What a great deal!!!!

ক্ষুধা লাগলে প্রচুর পানি পান করবেন। তারপরেও যদি ক্ষুধা থেকে যায়, তখনই কেবল খেতে পারেন। এতে আর্থিক লাভের পাশাপাশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এক ডিলে দুই পাখি।

টাকা দিয়ে সব সময় Asset কিনবেন, Liabilities নয়। যেমনঃ বাড়ি ভাড়া থাকা Liabilities, আর কিস্তিতে ফ্ল্যাট কিনা Asset। মোবাইল ফোন সব সময় একটা Liabilities যতক্ষণ পর্যন্ত আপনি ডিভাইসটাকে আয়ের উৎস না বানাচ্ছেন।

Munni Khatun
munnikhatun
429 Points

Popular Questions