ঢাকা শহরে একটি রেস্টুরেন্ট করতে চাইলে কী করতে হবে?

1 Answers   7.7 K

Answered 3 years ago

প্রথমেই জানতে হবে যে স্থানীয় রাজনীতিবিদ এবং চাঁদাবাজ কারা। তাদেরকে ম্যানেজ করতে হবে।দরকার হলে ফ্রিতে খাওয়াতে হবে।পুলিশকে মাসিক ভাতা দিতে হবে। তা না হলে আপনার ব্যাবসা এক মাসও টিকবে কিনা সন্দেহ।হয় ব্যাবসা বেদখল হবে, নয়তো চাঁদাবাজের গুলিতে প্রাণটা যাবে।

Sumona
sumona
259 Points

Popular Questions