Answered 3 years ago
আপনি যদি নির্বিঘ্নে আপনার নিয়মানুযায়ী পড়াশোনা ও বিশ্ববিদ্যালয় জীবন উপভোগ করতে চান তাহলে হলে থাকবেন না।
হলে আপনি পড়াশোনার পরিবেশ পাবেন না। রিডিং রুম, লাইব্রেরি সব সময় চাকরি প্রার্থী সিনিয়রেরা দখল করে রাখে, বসার জায়গা পাওয়া যায় না।
হলে গণরুমে ২৫-৩০ জন ফ্লোরিং করে থাকে৷ বেড পাবেন কি না তার নিশ্চয়তা নেই। দেখা যাবে চার বছরের মধ্যে কোথাও সিট পাবেন না।
হলে রাজনৈতিক বড়ভাইদের প্রোগ্রাম, রাতে গেস্টরুম আর তেলবাজি করতে করতে আপনার সময় চলে যাবে। আপনার আত্মসম্মানবোধ সব নষ্ট হয়ে যাবে। এর চেয়ে আপনি যদি মেসে বা হোস্টেলে থাকলে আপনার অনেক সময় বাঁচবে।
সুতরাং, বড় ভাই হিসেবে আপনার প্রতি পরামর্শ থাকবে যদি আপনার আর্থিক সঙ্গতি থাকে তাহলে হলে না উঠে মেসে বা হোস্টেলে থাকেন।
sinjonkhan publisher