Answered 3 years ago
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিসিএস ফরেন সার্ভিসের বন্ধু, বাংলাদেশ ব্যাংকের বড় ভাই-বন্ধু, সাংবাদিক, পুলিশ আর ব্যাংকে চাকরি করা এমন ৪০+ জনের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা থেকেই এই লেখাটি দাঁড় করানো।
প্রথম মাস
১. ২টি বই পড়তে হবে।
২. ২টি সিনেমা দেখতে হবে।
৩. একটি ডকুমেন্টারি দেখতে হবে।
৪. শুদ্ধ বাংলা উচ্চারণের জন্য প্রতিদিন আয়নার সামনে ২ মিনিট টেলিভিশন সংবাদ পড়ার স্টাইলে কথা বলে যেতে হবে।
৫. শুদ্ধ ইংরেজি শেখার জন্য আয়নার সামনে পরিচিত কোন একটি বিষয়ে ৫ মিনিট অনবরত ভুল-ভাল জড়তা নিয়ে কথা বলে যেতে হবে।
দ্বিতীয় মাস
১. ২টি বই পড়তে হবে।
২. ২টি সিনেমা দেখতে হবে।
৩. একটি ডকুমেন্টারি দেখতে হবে।
৪. শুদ্ধ বাংলা উচ্চারণের জন্য প্রতিদিন আয়নার সামনে ২ মিনিট টেলিভিশন সংবাদ পড়ার স্টাইলে কথা বলে যেতে হবে।
৫. শুদ্ধ ইংরেজি শেখার জন্য আয়নার সামনে পরিচিত কোন একটি বিষয়ে ৫ মিনিট অনবরত ভুল-ভাল জড়তা নিয়ে কথা বলে যেতে হবে।
৬. কম্পিউটার শেখার জন্য প্রতিদিন মাইক্রোসফট ওয়ার্ডে ৩০ মিনিট সময় দিতে হবে।
৭. প্রতিদিন ঢাকা শহরের নতুন ২টি রাস্তায় হেঁটে চলতে হবে! থিংকিং লাইক অ্যা ট্র্যাভেলার!
আর হবে না মন খারাপ!
আমাদের বিশেষ করে শিক্ষার্থীদের একটা বড় সমস্যা হতাশা আর বিষণ্ণতা।
দেখে নাও আজকের প্লে-লিস্টটি আর শিখে নাও কীভাবে এসব থেকে বের হয়ে সাফল্য পাওয়া যায়!
তৃতীয় মাস
১. ২টি বই পড়তে হবে।
২. ২টি সিনেমা দেখতে হবে।
৩. একটি ডকুমেন্টারি দেখতে হবে।
৪. শুদ্ধ বাংলা উচ্চারণের জন্য প্রতিদিন আয়নার সামনে ২ মিনিট টেলিভিশন সংবাদ পড়ার স্টাইলে কথা বলে যেতে হবে।
৫. শুদ্ধ ইংরেজি শেখার জন্য আয়নার সামনে পরিচিত কোন একটি বিষয়ে ৫ মিনিট অনবরত ভুল-ভাল জড়তা নিয়ে কথা বলে যেতে হবে।
৬. কম্পিউটার শেখার জন্য প্রতিদিন মাইক্রোসফট ওয়ার্ডে ৩০ মিনিট সময় দিতে হবে।
৭. প্রতিদিন ঢাকার শহরে নতুন ২টি রাস্তায় হেটে চলতে হবে!
৮. বিশ্ববিদ্যালয়ের বাইরের কোন একটি অপরিচিত সংগঠনের সদস্য হতে হবে।
৯. নিজের কমিউনিকেশন দক্ষতা বাড়ানোর সুযোগ খুঁজতে হবে।
১০. নিজের সত্যিকারের আগ্রহের দিকটিকে খুঁজতে হবে।
চতুর্থ মাস
১. ২টি বই পড়তে হবে।
২. ২টি সিনেমা দেখতে হবে।
৩. একটি ডকুমেন্টারি দেখতে হবে।
৪. শুদ্ধ বাংলা উচ্চারণের জন্য প্রতিদিন আয়নার সামনে ২ মিনিট টেলিভিশন সংবাদ পড়ার স্টাইলে কথা বলে যেতে হবে।
৫. শুদ্ধ ইংরেজি শেখার জন্য আয়নার সামনে পরিচিত কোন একটি বিষয়ে ৫ মিনিট অনবরত ভুল-ভাল জড়তা নিয়ে কথা বলে যেতে হবে।
৬. কম্পিউটার শেখার জন্য প্রতিদিন মাইক্রোসফট ওয়ার্ডে ৩০ মিনিট সময় দিতে হবে।
৭. প্রতিদিন ঢাকার শহরে নতুন ২টি রাস্তায় হেটে চলতে হবে।
৮. বিশ্ববিদ্যালয়ের বাইরের কোন একটি অপরিচিত সংগঠনের সদস্য হতে হবে।
৯. নিজের কমিউনিকেশন দক্ষতা বাড়ানোর সুযোগ খুঁজতে হবে।
১০. নিজের সত্যিকারের আগ্রহের দিকটিকে খুঁজতে হবে।
১১. মেন্টর খুঁজতে হবে।
১২. ইমেইল লেখা শিখতে হবে।
১৩. প্রেজেন্টেশন তৈরি করা শিখতে হবে।
পঞ্চম মাস
১. ২টি বই পড়তে হবে।
২. ২টি সিনেমা দেখতে হবে।
৩. একটি ডকুমেন্টারি দেখতে হবে।
৪. শুদ্ধ বাংলা উচ্চারণের জন্য প্রতিদিন আয়নার সামনে ২ মিনিট টেলিভিশন সংবাদ পড়ার স্টাইলে কথা বলে যেতে হবে।
৫. শুদ্ধ ইংরেজি শেখার জন্য আয়নার সামনে পরিচিত কোন একটি বিষয়ে ৫ মিনিট অনবরত ভুল-ভাল জড়তা নিয়ে কথা বলে যেতে হবে।
৬. কম্পিউটার শেখার জন্য প্রতিদিন মাইক্রোসফট ওয়ার্ডে ৩০ মিনিট সময় দিতে হবে।
৭. প্রতিদিন ঢাকার শহরে নতুন ২টি রাস্তায় হেটে চলতে হবে।
৮. বিশ্ববিদ্যালয়ের বাইরের কোন একটি অপরিচিত সংগঠনের সদস্য হতে হবে।
৯. নিজের কমিউনিকেশন দক্ষতা বাড়ানোর সুযোগ খুঁজতে হবে।
১০. নিজের সত্যিকারের আগ্রহের দিকটিকে খুঁজতে হবে।
১১. মেন্টর খুঁজতে হবে।
১২. ইমেইল লেখা শিখতে হবে।
১৩. প্রেজেন্টেশন তৈরি করা শিখতে হবে।
১৪. ফরমাল ড্রেস পরা শিখতে হবে।
১৫. নেতিবাচক অবস্থা কাটানো শিখতে হবে।
ষষ্ঠ মাস
১. ২টি বই পড়তে হবে।
২. ২টি সিনেমা দেখতে হবে।
৩. একটি ডকুমেন্টারি দেখতে হবে।
৪. শুদ্ধ বাংলা উচ্চারণের জন্য প্রতিদিন আয়নার সামনে ২ মিনিট টেলিভিশন সংবাদ পড়ার স্টাইলে কথা বলে যেতে হবে।
৫. শুদ্ধ ইংরেজি শেখার জন্য আয়নার সামনে পরিচিত কোন একটি বিষয়ে ৫ মিনিট অনবরত ভুল-ভাল জড়তা নিয়ে কথা বলে যেতে হবে।
৬. কম্পিউটার শেখার জন্য প্রতিদিন মাইক্রোসফট ওয়ার্ডে ৩০ মিনিট সময় দিতে হবে।
৭. প্রতিদিন ঢাকার শহরে নতুন ২টি রাস্তায় হেটে চলতে হবে।
৮. বিশ্ববিদ্যালয়ের বাইরের কোন একটি অপরিচিত সংগঠনের সদস্য হতে হবে।
৯. নিজের কমিউনিকেশন দক্ষতা বাড়ানোর সুযোগ খুঁজতে হবে।
১০. নিজের সত্যিকারের আগ্রহের দিকটিকে খুঁজতে হবে।
১১. মেন্টর খুঁজতে হবে।
১২. ইমেইল লেখা শিখতে হবে।
১৩. প্রেজেন্টেশন তৈরি করা শিখতে হবে।
১৪. ফরমাল ড্রেস পরা শিখতে হবে।
১৫. নেতিবাচক অবস্থা কাটানো শিখতে হবে।
১৬. ডিজাইনিং কিংবা প্রোগ্রামিংয়ে নজর দিতে হবে।
১৭. সাইকেল চালানো কিংবা ব্যায়াম শুরু করতে হবে।
১৮. নোট নেয়া শিখতে হবে।
১৯. কোনো বিষয়ে ওস্তাদ হয়ে উঠতে হবে।
২০. শহুরে কালচারগুলো ধীরে ধীরে আয়ত্ব করতে হবে।
Himel Ahmed publisher