ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে সুযোগ পাওয়া কতটা কঠিন?

1 Answers   4 K

Answered 3 years ago

কতটা কঠিন তা পুরোপুরি নির্ভর করবে আপনার এবং আপনার প্রস্তুতির উপর। আমার এক ফ্রেন্ড IBA এর written এ চান্স পায়।সে English version এর স্টুডেন্ট ছিল। অনেকেই ছিল কিন্তু তারা পায় নাই । অনেকের সাথে তার যে তফাৎ ছিল তা হলো সে ইংরেজি তে খুব দক্ষ ছিল। আমি তাকে অনেক বার ইংরেজি rap song গুলো যে গুলো বুঝাও দুরহ সেসব বিনা দ্বিধায় গাইতে দেখেছি। ইংরেজি উপন্যাসের পড়া হত ।আর তাছাড়া সে স্টুডেন্ট হিসেবে ও খুব ভালো ছিল। ব্রিলিয়ান্ট বলব না । ঠিক পড়ালেখা করে যেটুকু ভালো হওয়া যায়। সে admission এর সময় আমাদের সাথে engineering ও architecture এর কোচিং করে। এবং মেন্টরসেও কোচিং করে। তার কাছে ওই কোচিং এর কথা জিজ্ঞেস করলে সে বলত যে তা তার কাছে খুব সহজ লাগত।এট লিস্ট ইঞ্জিনিয়ারিং এর math করে তো অবশ্যই।তো সে জাবি ও ঢাবির আই ,বি এ তে চান্স পায়। তার কাছে সেটা ছিল খুব সহজ।আর আমরা যারা এমনেই গেসি , কোনো প্রিপারেশন ছাড়া তাদের জন্য কঠিন।

আমার চেনা আরেক জন আছেন যিনি কিনা সারা জীবন এক অজপাড়া গ্রামে কাটিয়ে সুধু ভ‌তির সময় ঢাকায় আসেন। তিন মাস আই বি এ এর কোচিং করেন এবং পরীক্ষা দিয়ে চান্স পান। করার মধ্যে তিনি যা করেন তা হলো বেশি বেশি HBO ,star movies দেখেন । এখন তার জন্য তা সহজ না কঠিন ছিল তা জানি না।

আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন।


Dipty Khatun
diptykhatun
420 Points

Popular Questions