Answered 2 years ago
ঢাকা বিশ্ববিদ্যালয়!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া আমার জন্য স্বপ্ন পূরণের হাতছানি ছিল। অনেক স্বপ্ন নিয়ে যখন আমার জন্য বরাদ্দ পাওয়া হাজী মোহাম্মদ মুহসিন হলে উঠি, তখন এর সার্বিক পরিবেশ দেখে আমি অনেকটাই হতাশ হই।
প্রথমত হলের গণরুমের পরিবেশ, যা ছিল বসবাসের একদম অনুপযুক্ত। ৪ জনের জন্য বরাদ্দকৃত রুমে ২০-৩০ জন গাদাগাদি করে থাকতে হয়।
দ্বিতীয়ত, ছাত্র রাজনীতি। অনিচ্ছা থাকা সত্বেও একজন ছাত্রকে বাধ্যতামূলক রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিতে হয়৷
আরেকটি জিনিস যেটিকে ঢাবির টর্চার সেল বলা যায়, তা হচ্ছে গণরুম প্রথা। যেখানে একজন ছাত্রের সারা দিনের হিসাব নিকাশ করে তার শাস্তি নির্ধারণ করা হয়।
প্রথম প্রথম এই পরিবেশ দেখে আমি অনেকটাই হতাশ হয়ে পরি এবং অনেক রাতে একাকী কান্নাকাটিও করেছি। তবে ধীরে ধীরে বিষয়গুলো স্বাভাবিক হয়ে যায়। নিজের মনোবল ফিরে পাই, অনেক বন্ধু বান্ধব পেয়ে যাই।
তবে একটি কথা না বললেই নয়, উপরে বর্ণিত কষ্টগুলোর বিনিময়ে আমি এখানে অনেক কিছু পেয়েছি। যে মধুর স্মৃতি রোমন্থন করতে করতেই একটা যুগ পার করে দেওয়া যাবে।
এখানে আমি একটি পরিবার পেয়েছি যাদেরকে রাত-বিরাতে যে কোন সমস্যাই সর্বদা পাশে পাওয়া যায়। তবে আমার কাছে সবচেয়ে যেটি ভালো লাগে তা হচ্ছে প্রাক্তনদের জুনিয়রদের প্রতি আন্তরিকতা।
ঢাবির অনেক প্রাক্তনরাই দেশের বিভিন্ন বড় বড় জায়গায় আছেন৷ তারা জুনিয়রদের যেকোনো সমস্যাই সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করেন। ঢাবিতে না আসতে পারলে হয়ত জীবনে অনেক কিছুর অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতাম।
যাইহোক, সার্বিকভাবে আমি যতটুকু বলতে পারি, ঢাবি হচ্ছে তার জায়গায় অনন্য। একজন ছাত্র যেদিকে যেতে চায়, ঢাবিতে সেদিকে যাওয়ার সুযোগ রয়েছে। কেউ ভালো হতে চাইলে যেমন সুযোগ রয়েছে, তেমনি খারাপ হতে চাইলেও রাস্তা অনেক। কেউ জীবনে রাজনীতিবিদ হতে চাইলেও তার অপার সুযোগ বিদ্যমান।
সর্বোপরি, এটি হচ্ছে একটি অনন্য জায়গা। যার তুলনা, যার স্বাদ, যার ফিলিং অন্য কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে নেওয়া সম্ভব নয়।
piyasahmed publisher