ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান পড়া কি ভালো সিদ্ধান্ত?

1 Answers   11.6 K

Answered 3 years ago

আমার কাছের ছোটোভাই গৌতম বুয়েটে ট্রিপলি পেয়েও সেটা ছেড়ে ঢাবিতে ফিজিক্সে পড়ছে (এরকম প্রতিবছরই হয়), যেখানে সিয়াম ডিএমসি, বুয়েট আর ঢাবির সব সাবজেক্ট পেয়েও বুয়েটের সেই ট্রিপলিতেই পড়ছে। গৌতম সার্নে চলে যাবে শীঘ্রই, নাসাতেও মেবি প্ল্যান আছে ওর। তার আগে বাইরের ইউনিতে মাস্টার্স/পিএইচডি করবে সম্ভবত।

এখন কথা হচ্ছে ফিজিক্স পড়া ভালো সিদ্ধান্ত কী না সেটা আপনার প্যাশন, ফিউচার প্ল্যান আর হাতে অন্যান্য কী কী অপশন আছে সেসবের উপরে ডিপেন্ড করবে। ফিজিক্স (থিউরিটিক্যাল) খুবই গর্জিয়াস বাইরের দেশে। দেশে আমার গিএফ-ই ফিজিক্স মেজরের, ভালো পাবলিকেরই। কিন্তু ফিজিক্স নিয়ে ওর কোনো ইন্ট্রেস্ট নাই, একটা গ্রাজুয়েশন লাগবে, তাই পড়ছে। দেশেও ফিজিক্স নিয়ে ভালো কিছুই করতে পারবেন, তবে যেহেতু এই দেশে চাকরী আর বেতনই মুখ্য — তাই এখানে বেশিরভাগেরই পিওর সাবজেক্টের বদলে টেকনিক্যাল/এপ্লাইড সাবজেক্ট বেশি পছন্দ — সোজা হিসাব বেশি কামানো যাবে। তাই প্রাইভেট ইউনিতে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল আর বিবিএ (বিশেষ করে সিএসই আর বিবিএ) বেশি দেখবেন। পিওর সাবজেক্ট দেখবেন তুলনামূলক কম।

এখন আপনাকেই ঠিক করতে হবে — আপনার প্ল্যান কী, ইন্ট্রেস্ট কোথায়, আর আপনার হাতে অন্যান্য কী কী চান্সেস আছে যেগুলাতে আপনার ইন্ট্রেস্ট এবং ফিউচার ক্যারিয়ার স্কোপ্স বেশি থাকতে পারে।

শুভকামনা।

Ayman Sadiq
aymansadiq
240 Points

Popular Questions