ঢাকায় সিএনজিগুলো কেন খাঁচার মত গ্রিল দিয়ে ঘেরা থাকে?

1 Answers   2.7 K

Answered 3 years ago

যদি বিমান, বাস, ট্রেন, কারের দরজা থাকে তবে সিএনজিচালিত ট্যাক্সিতে থাকবেনা কেন?

আসল ঘটনা হল, একটা সময় ঢাকার সিএনজি চালকরা ড্রাইভিংয়ের পাশাপাশি ভুল করে তাদের পুরোনো পেশায় (ছিনতাই) ফিরে যেতো বিশেষ করে রাত হলে। সেজন্য রাত বিরাতে সিএনজি যাত্রীদের নিরাপত্তা রক্ষায় খাঁচায় পুরে দেয়ার পুলিশী সমাধান হল এই গ্রীলড-সিএনজি। আফ্রিকার সেরেনগেটি সাফারি পার্কে গ্রীল গাড়িতে ঘুরে বেড়ানোর মত।

ইলিশ মাছ, জামদানি শাড়ি, ফজলি আম এসবের মত বাংলাদেশের ঐতিহ্য হিসেবে গ্রিল-সিএনজি কে পৃথিবীর একমাত্র প্যাটেন্টেড সিএনজি দাবি করতেই পারে বাংলাদেশ!

ভবিষ্যতে এই ঐতিহাসিক প্যাটেন্টেড সবুজ যানটি হয়তো হারিয়ে যাবে। কথিত ২০৪২ সালের পর বাংলাদেশ উন্নত রাষ্ট্র হয়ে গেলে সবাই হলুদ ক্যাব মার্সিডিজে চড়বে।


Sagor Ahmed
Sagor Ahmed
780 Points

Popular Questions