ডেস্কটপ বানানোর ক্ষেত্রে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে?

1 Answers   2.2 K

Answered 3 years ago

ডেক্সটপ বানানো বলতে আমরা বুঝি ডেক্সটপের সবগুলো কম্পোনেন্ট আলাদা জোগাড় করে সেগুলো এসেম্বল করা। যাকে কাস্টম পিসি বিল্ড বলা হয়।

যেসব বিষয় খেয়াল রাখতে হবে:

১/ বটলনেক: বটলনেক মানে হচ্ছে এক বা একাধিক কম্পোনেন্ট এর কারণে পুরো পিসির পারফরম্যান্স খারাপ হয়ে যাওয়া।

বটলনেক হয় যখন আপনি একটা গাড়িতে সাইকেলের চাকা লাগান। তারমানে বুঝতেই পারছেন আপনার পিসির সবগুলো কম্পোনেন্ট এর মধ্যে তাদের ফিচার এবং ক্ষমতার সামঞ্জসতা বজায় রাখতে হবে।

যেমন: কোন প্রসেসরের সাথে কোন গ্রাফিক্সকার্ড এবং কত জিবি র‍্যাম মানানসই সেটা বুঝে বিল্ড কর‍তে হবে। আবার সব কিছুই ক্ষমতাসম্পন্ন কিন্তু বুট ড্রাইভ নিলেন হার্ডডিস্ক যা বর্তমান অপারেটিং সিস্টেম এবং এপ্লিকেশন সফটওয়্যারের জন্য অত্যন্ত স্লো। সেক্ষেত্রে আপনার পিসি বটলনেক হবে। বটলনেক থেকে বাঁচার জন্য আপনার একটা ব্যালেন্সড পিসি বিল্ড করতে হবে। ওয়েবে বটলনেক চেকার লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট পাবেন সেখানে আপনার পিসির কম্পোনেন্ট গুলো এন্ট্রি করলে আপনাকে বটলনেকের পরিমান দেখিয়ে দিবে। তাই কেনার আগে বটলনেক চেক করে নিবেন।

২/ ওভারকিলিং কম্পোনেন্ট: আপনার ওয়ার্কলোডর জন্য যতটুকু দরকার ততটুকু ক্ষমতার বা তার একটু বেশি ক্ষমতার কম্পোনেন্ট সিলেক্ট করবেন। ওভারক্লক না করলে ওভারক্লকিং সাপোর্টেড মাদারবোর্ড, প্রসেসর নেয়ার কোনো দরকার নেই। ইথারনেট ব্যবহার করলে ওয়াইফাই যুক্ত মাদারবোর্ড নেয়ার দরকার নেই। আপনার কাজের জন্য বিল্টইন গ্রাফিক্স যথেস্ট সেক্ষেত্রে ডিস্ক্রিট গ্রাফিক্স কার্ডের দরকার নেই। এগুলো অযথা খরচ বাড়ায়।

৩/ কুলিং সিস্টেম: পিসির কেসের মধ্যে পর্যাপ্ত বাতাস আসা যাওয়া করতে পারে এমন কেস সিলেক্ট করবেন। পাওয়ারফুল পিসি হলে রেডিয়েটর যুক্ত লিকুইড কুলার ইন্সটল করবেন। সব সময় কেসিং ফ্যান হিসেবে PWM ফ্যান ব্যবহার করবেন।

৪/ পাওয়ার সাপ্লাই: অনেকেই হাজার হাজার টাকা খরচ করে পিসি বিল্ড করলেও পাওয়ার সাপ্লাই এবং ইউপিএসের ক্ষেত্রে কৃপণতা করে। পাওয়ার সাপ্লাই অনেক বেশি গুরুত্ব বহন করে। গাড়িতে ভেজাল মেশানো তেল ব্যবহার আর পিসিতে কমদামি আন্ডাররেটেড পাওয়ার সাপ্লাই ব্যবহার করা একই ব্যাপার। এটা আপনার পিসির সব গুলো কম্পোনেন্টকে পাওয়ার দেয় তাই পাওয়ার সাপ্লাই কেনার সময় নুন্যতম ৮০ রেটিং দেখে কিনবেন। ওয়েবে সার্চ করলেই পাওয়ার সাপ্লাই ক্যালকুলেটর পাবেন। কত ওয়াটের পাওয়ার সাপ্লাই দরকার সেটা সহজেই ক্যালকুলেট করা যায়।

আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার জন্য ইউপিএস মাস্ট। তাই একটি ইউপিএস ব্যবহার করবেন সব সময়।


Moushumi Hamid
Moushumi Hamid
530 Points

Popular Questions