ডেস্কটপে কেন ওয়াই-ফাই থাকে না?

1 Answers   6.6 K

Answered 3 years ago

ডেস্কটপ একটি স্থায়ী স্থানে থাকে বলে সাধারণত সবাই তারযুক্ত ইন্টারনেট সংযোগ ব্যবহার করে এবং তারহীন প্রযুক্তি আবশ্যক নয়। এদিকে ল্যাপটপ, মোবাইল ফোন বহনযোগ্য এবং এসব নিয়ে মানুষ স্থান পরিবর্তন করে বলে তারহীন ইন্টারনেট সংযোগ আবশ্যক এদের ক্ষেত্রে। তবে কেউ চাইলে ডেস্কটপেও ওয়াই-ফাই ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে তাঁকে ওয়াই-ফাই কার্ড যুক্ত মাদারবোর্ড ব্যবহার করতে হবে, কিংবা কার্ড কিনে মাদারবোর্ড এ লাগাতে হবে অথবা ডঙ্গল ব্যবহার করতে হবে ইউএসবি পোর্ট এ।


Prema Islam
premaislam
445 Points

Popular Questions