ডিভি লটারি পেয়ে যারা বাংলাদেশ থেকে আমেরিকায় থাকে, তারা মূলত কী কাজ করে?

1 Answers   6 K

Answered 3 years ago

যার যার যোগ্যতা এবং ভাগ্য অনুযায়ী কাজ পেয়েছে। একটা অংশ নিউইয়র্কে দোকান ইত্যাদিতে কাজ করে। ডিভি লটারি পাওয়া একটা বড় অংশ ছিল ছাত্র। যাদের ভাগ্য আসলেই প্রসন্ন হয়েছে। তারা সেখানে যাওয়ার পরেও পড়াশোনা কন্টিনিউ করেছে এবং বর্তমানে ভালো চাকরী করে জীবনযাপন করছে। আমার জানাশোনা কয়েকজন লুইজিয়ানা অ্যালাবামা ইত্যাদি অঞ্চলে পেট্রলপাম্প ও পাশাপাশি একটি কনভেনিয়েন্ট স্টোরের মালিক। ডিভিতে যাওয়া অনেক বাংলাদেশিরাই অনেক বেশি বিত্তবান হওয়ার সম্ভাবনা খুইয়ে ফেলে ভাষাগত স্বাচ্ছন্দবোধ না থাকা বা বাংলাদেশীদের সাথে বাঙালি এলাকায় থাকার লোভ ত্যাগ করতে না পারা বা পৃথিবীর শ্রেষ্ঠতম শহর নিউইয়র্কে একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্ন বিসর্জন দিতে না পারার কারনে। অন্যথায় নিউইয়র্কের বাইরেও প্রচুর সম্ভাবনা আছে।

সবকিছুতেই আমি অতীতকাল ব্যবহার করছি কারন ডিভি এখন বন্ধ আর কখনো চালুও হবেনা।


Lima
limakhan01
152 Points

Popular Questions