ডার্কনেট কী? কীভাবে ডার্কনেট ব্যবহার করা যায়?

1 Answers   10.8 K

Answered 3 years ago

ডার্ক নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডার্কনেট৷ নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হলো অন্ধকার এক নেটওয়ার্ক৷ প্রযুক্তিগত কারণে বেশিরভাগ ক্ষেত্রেই ডার্কনেট ব্যবহারকারীদের শনাক্ত করতে পারা যায় না৷ কেননা ইন্টারনেট ব্যবহারকারীকে যে আইপি অ্যাড্রেস দিয়ে শনাক্ত করা যায়, ডার্কনেট ব্যবহারকারীদের সেই অ্যাড্রেসটাই নেই!অন্ধকার জগতের লোকজনই এটা বেশি ব্যবহার করে থাকেন৷ অবৈধ মাদক ও অস্ত্র কেনাবেচার কাজই বেশি হয়ে থাকে ডার্কনেটের মাধ্যমে৷ এর ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নিজেদের পরিচয় গোপন রেখেই নিশ্চিন্তে ব্যবসা করতে পারছেন৷

সবচেয়ে আলোচিত ডার্কনেটের নাম ' ফ্রিনেট'।তাদের ওয়েবসাইটে গেলে বিনামূল্যে একটি সফটওয়্যার ডাউনলোড করা যায়৷ এর মাধ্যমে ব্যবহারকারীর নিজের কম্পিউটারটিই ডার্কনেটের একটি সার্ভারে পরিণত হয়৷ এরপর তারা অন্য ডার্কনেট ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়৷ এভাবে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করলেও কেউ কারো আসল পরিচয় সম্পর্কে জানতে পারেনা৷

তবে শুধু যে অবৈধ ব্যবসায়ীরাই ডার্কনেটের সহায়তা নিচ্ছেন তা নয়, বিভিন্ন দেশের ভিন্ন মতাবলম্বীরাও এই ব্যবস্থার সুযোগ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন৷ মিশরে আরব বসন্তের সময়ও ডার্কনেটের ব্যবহার বেড়ে গিয়েছিল৷

Harun Khan
Harun Khan
630 Points

Popular Questions