ডাক্তারদের হাতের লেখা সম্পর্কে আপনার মতামত কী?

1 Answers   3.6 K

Answered 3 years ago

প্রথমে কিছু সুন্দর ব্যতিক্রম বলি। অতি অভিজ্ঞ বর্ষীয়ান থেকে আরম্ভ করে বন্ধুস্থানীয় বেশ কিছু চিকিৎসকের হাতের লেখা দেখেছি স্পষ্ট, সুন্দর। দেখেছি কোনো কোনো চিকিৎসকের ভাষা-সাহিত্যে দখল সত্যিই প্রশংসনীয়।


এবার বাস্তবের যন্ত্রনায় ফিরে আসি। বহু ক্ষেত্রে চিকিৎসকের অসম্পূর্ণ অক্ষরের আঁচড়ে সহজ সরল 'a-b-c-d-' গুলিও গুলিয়ে যায়। আমাদের মধ্যে অধিকাংশই চিকিৎসা বিজ্ঞানে প্রশিক্ষিত নই, স্বাভাবিক। কিন্তু দেশের সাক্ষর নাগরিক হিসেবে আমরা prescription-এ উল্লিখিত বানানের প্রতিটি বর্ণ চিনতে পারবো এটুকু আশা তো করতেই পারি? অবশ্য ঔষধ বা চিকিৎসা বিজ্ঞানে কিছু কিছু সাংকেতিক হরফ ব্যবহার করতে হয় যা অপ্রশিক্ষিত মানুষের বুঝতে পারা কঠিন, কিন্তু চিহ্নগুলিকে বর্ণ বা সংখ্যা রূপে গোটা গোটা করে দেখতে পাওয়ার আশা আমরা করতেই পারি।অধিকাংশ ক্ষেত্রেই আমরা আশাহত হই।


মনস্তাত্ত্বিক বিশ্লেষণে বুঝে নেওয়া যায় কী কারণে এমন হয়ে থাকতে পারে।


আচ্ছা, আপনাকে য'দি বলি, 'খুব সুন্দর করে, স্পষ্ট করে আপনার চমৎকার নামটি লিখুন দেখি!'


নিশ্চয়ই সুন্দর করে লিখবেন? দারুণ। কিন্তু একরার নয়, য'দি বলি, একশো বার লিখুন। এবার য'দি বলি হাজার বার লিখুন— আহা, থামবেন না। একদিন নয়, রোজ লিখুন, লিখতে থাকুন! …


লক্ষ্য করে দেখবেন প্রতিবার লেখার সাথে সাথে আপনার ধৈর্য্যচ্যুতি হচ্ছে। আমরা তো মানুষ, স্বভাবতই সৃষ্টিশীল। এক কাজ বার বার করলে একঘেয়ে লাগে। একঘেয়ে কাজ বার বার করতে বাধ্য হ'লে কাজের মান খারাপ হতে থাকে। ভুল হয়, কাজ অসুন্দর হয়। অবধারিত।


এবার একবার মনে মনে নিজেকে চিকিৎসকের দায়িত্বে বসিয়ে দেখুন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ছাঁচে বাঁধা লেখা। রোগীর নাম, বয়স, ওজোন প্রভৃতিতে সামান্য নতুনত্ব থাকে। তারপর সেই একঘেয়ে ওষুধের নাম, মাত্রা ইত্যাদি।


নিঃসন্দেহে, তাঁরা অতি প্রশিক্ষিত মানুষ, আর পারিশ্রমিকও হয়তো বেশ ভালোই পান, কিন্তু মনের সীমাবদ্ধতা যাবে কোথায়? একঘেয়ে চাপে বুদ্ধি খাটাতে খাটাতে অবসাদ আসে। হস্তাক্ষরে তার ছাপ পড়ে।


কিন্তু আমাদের কী দোষ— আমরা মূল্য দিচ্ছি, কেন ন্যায্য লেখা পাবো না? তা হলে সমাধান?


Medical Transcription পদ্ধতি। অতি ব্যস্ত চিকিৎসকেরা সরাসরি prescription হাতে লিখে আপনাকে দেবেননা। মুখে বলে voice record-টি পেশাদার সমঝদার লোকের কাছে পাঠিয়ে দেবেন। তাঁরা এরপর সহজবোধ্য রূপে স্পষ্ট হরফে ছাপিয়ে আপনার প্রাপ্য prescription আপনার হাতে তুলে দেবেন।


যতদিন এ ধরনের ব্যবস্থা সর্বত্র চালু না হয়, মানিয়ে নিন। যে সয় সে রয়। তবে, প্রয়োজনে একাধিক দোকানে আলোচনা ক'রে বা ডাক্তারবাবুর কাছে আবার জেনে নিয়ে, ভালো ভাবে নিশ্চিত হয়ে, তবেই ওষুধ নেবেন।


খুঁটিয়ে পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।


Rita khatun
ritakhatun
491 Points

Popular Questions