এই ভাবে উঁচু জায়গার স্টেশন থেকে নীচু জায়গার স্টেশনে যে ট্রেনগুলো যায় সেগুলো ডাউন ট্রেন আর নীচু জায়গার স্টেশন থেকে যে ট্রেনগুলো উঁচু জায়গার স্টেশনে যায় সেগুলো আপ ট্রেন । যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ট্রেনগুলো মালদহ থেকে শিয়ালদহে আসে সেগুলি ডাউন ট্রেন আর শিয়ালদহ থেকে যে ট্রেন মালদহে যায় সেগুলি আপ ট্রেন
tarik006 publisher