মালবাহী গাড়ি তে "সাধারণ পরিবহণ" কথা লেখা থাকে। এটা সকল মানুষ, তাদের প্রয়োজনে বাংলাদেশের সর্বত্র ব্যবহার করতে পারবেন। গণপরিবহন সমূহ নির্দিষ্ট জেলা বা এরিয়ায় সীমাবদ্ধ। কিন্তু এই মালপরিবহণ গাড়িগুলো মানুষের প্রয়োজনে যেকোনো স্থানে চলতে পারে। তাই সাধারণ লেখা থাকে।
ritakhatun publisher