টুইটারে বেশিরভাগ মানুষ কেন ইংরেজিতে টুইট করে? ভারতীয়রা তো হিন্দিতেও টুইট করে। তাহলে বাঙালিরা কেন বাংলা ভাষায় টুইট করে না? আমি কি চাইলে বাংলা ভাষায় টুইট করতে পারি?

1 Answers   10 K

Answered 2 years ago

এর মূল কারণ হলো বাংলাদেশ টুইটার ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলক অনেক কম ! আপনি অবশ্যই বাংলা ভাষায় টুইট করতে পারবেন ! টুইটার হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল লোকদের বিচরণ অনেক বেশি বিশেষত বাইরের দেশের মানুষদের বিচরণ সব থেকে বেশি ! পৃথিবীতে বাংলা ভাষাভাষী লোকের সংখ্যা তুলনামূলক কম আর টুইটার যেহেতু বাইরের দেশের লোকেরা সবথেকে বেশি ব্যবহার করে এর জন্য সহজ এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি টাই বেশি ব্যবহার করা হয় !
Mst Salma Khatun
mstsalmakhatun
408 Points

Popular Questions