টিউশনি ব্যতীত ছাত্রাবস্থায় আপনার আয়ের উৎস কী ছিলো?

1 Answers   5.6 K

Answered 3 years ago

আমি মূলত ছাত্রাবস্থায় সেইভাবে কখনো ইনকামে নামিনি । বিভিন্নভাবে টাকা পয়সা পেলে তাই জমিয়ে রাখতাম খরচ না করে । এই ছিল আমার স্বভাব ।


কিন্তু ইনকামের প্রয়োজনীয়তা পড়লো যখন আমি প্রেমে পড়লাম । তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্র । প্রেমের ব্যপারটা এক বছর গোপনই থাকলো । এর পরে যখন এইচএসসি দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, ঠিক ঐ সময়টাতেই ২ ফ্যামিলিতেই জানাজানি হয়ে গেল ।


এই নিয়ে ফ্যামিলির সাথে তুমুল ঝগড়া চলতো মাঝে মাঝে । তার মধ্যে একদিন আমার মা আমাকে বললো টাকা ইনকামের মুরোদ নেই আবার প্রেম করে । মূলত এই কথাটাই আমার মধ্যে একটা চরম আঘাত দিলো ।


এর পরেই নেমে গেলাম যেভাবে হোক আমাকে ইনকাম করতে হবে । তারপরে শুরু করলাম কিভাবে ইনকাম করা যায় সেই টার্গেটে ।


প্রথম চেষ্টা ছিল ৩ বন্ধু মিলে কোচিং ব্যবসা করা । মূলধন ১০০০০ টাকা কিন্তু সেটা এক মাসের মধ্যেই ভেঙে গেল । হিসাবমত স্টূডেন্টই পাওয়া গেল না । স্টুডেন্ট না পাওয়ায় কদিনের মধ্যেই বন্ধ করে দিলাম । ফলাফল আমার ৫ হাজার টাকা জায়গায় লস ।


এরপরে ভাবলাম যে, না শুধু নিজেকেই ভাল কিছু করতে হবে । সেশন জটের জন্য ৬ মাস গ্যাপ দিয়ে শুরু হয়েছিল ভার্সিটী । এর পরে আমি আবার ৬ মাস গ্যাপ দিলাম । সেকেন্ড টাইম পরীক্ষা দেবো এমন একটা প্রিপারেশন নিতে চেষ্টা করলাম । কিন্তু আর আগ্রহ পাচ্ছিলাম না । কিন্তু ওদিকে ভার্সিটীতে ক্লাস প্রথম থেকেই বাদ দিয়েছিলাম । তারপরে ৩ মাস একটু এডমিশনের পড়া পড়ে পরের ৩ মাস মন ধ্যান দিয়ে শুরু করলাম ওয়েব ডেভেলপমেন্ট শেখা । ঐ সময়টাতে আমি প্রয়োজন ছাড়া বাইরেও যেতাম না । তারপরে ৩ মাস একটানা ইউটিউবের ভিডিও দেখে শেখার পরে ৫ মাসের মাথায় কাজ পাই অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্সে (যেটা এখন মার্জ হয়ে গেছে আপওয়ার্কের সাথে) । প্রথম মাসেই আয় হলো আঠারো হাজার টাকা । তার পরের মাসে আয় হয় প্রায় ৩০ হাজার টাকা । এভাবেই চলেছিল ।


তারপরে বহু ঘাত প্রতিঘাত এর পরে এখন আমার সে প্রেমিকা আমার স্ত্রী । এখন আমার ইচ্ছা এই কাজের উপরেই নিজের ক্যারিয়ার গড়া । সেভাবেই চেষ্টা করে যাচ্ছি ।


Deloar Mahmud
Deloar Mahmud
647 Points

Popular Questions