টাকা ট্রান্সফার করার জন্য সবথেকে সুরক্ষিত অ্যাপ কোনটি? ও কেন?

1 Answers   6 K

Answered 3 years ago

আমার ব্যক্তিগত পছন্দ Nexux Pay অ্যাপ (ডাচ বাংলা ব্যাংক)। একাউন্টে টাকা ট্রান্সফার হলে বা উইথড্র করা হলে সাথে সাথেই মেসেজ চলে আসে , সেই সাথে ঘরে বসেই ব্যালেন্স চেক করা যায় , মোবাইল টপ আপ, টাকা সহজেই ট্রান্সফার করা যায়, শুধু প্রাপক এর একাউন্ট নাম্বার হলেই বাসায় বসেই টাকা পাঠাতে পারবেন । বুথ এ যেতে হবে না । কোন সার্ভিস চার্জও লাগে না।

বিকাশ ও ভাল তবে সার্ভিস চার্জ প্রযোজ্য। বাংলাদেশের অধিকাংশ মানুষ ই ডাচ বাংলায় একাউন্ট রাখে মোটামুটি । তাই সব মিলিয়ে Nexus Pay আমার কাছে সবচেয়ে ভাল অপশন। আর সিকিউরিটি ত আছেই । পাসওয়ার্ড ছাড়া কেউ আপনার অ্যাপ আকাউন্টে লগ ইন করতে পারবে না।


Munni Khatun
munnikhatun
429 Points

Popular Questions