Answered 2 years ago
দুটোই হয়, তবে দুটোর মানে আলাদা।
"Wind" শব্দটির দুটো ভিন্ন উচ্চারণ হয় ।
উইন্ড মানে হাওয়া / বাতাস
উয়াইন্ড মানে কোন কিছু গুটিয়ে নেওয়া, বন্ধ করে দেওয়া ।
উদাহরণ :
The strong winds indicate that there might be a storm coming up in no time !
এখানে wind এর উচ্চারণ উইন্ড হবে যার মানে বাতাস/হাওয়া।
2. The jewellery business failed to show any profit for the third consecutive year so Vijay thought it was better to just wind it up.
এখানে wind এর উচ্চারণ হবে উয়াইন্ড অর্থাৎ কোন কিছু গুটিয়ে নেওয়া/ শেষ করে ফেলা/ বন্ধ করে দেওয়া । এই wind শব্দটার সাথে সব সময় up শব্দটি বসবে কারণ এইটা একটি phrasal verb.
আশা করি বোঝাতে পারলাম ।
ধন্যবাদ :)
aminaforid publisher