টাইটানিক জাহাজ কি আদৌ ডুবেছিল? এই সম্পর্কে সঠিক তথ্য জানতে চাই।

1 Answers   12.1 K

Answered 2 years ago

টাইটানিক জাহাজের ঘটনা ১১০ বছর পুরাতন। তবুও ওই জাহাজ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। শত বছর ধরে মানুষের মুখে মুখে অনেক ভুল ধারনা প্রচলিত আছে। তেমনই একটি ভুল হলো - টাইটানিক জাহাজের সাইজ। ওটা বিশ্বের সবচেয়ে বড় জাহাজ। এত বড় জাহাজ নাকি আর কখনো বানানো হয়নি। এমন অনেক ধরনের কথাবার্তা শোনা যায়। ছবিতে টাইটানিকের সাথে বর্তমানের জাহাজের তুলনা দেখুন। শত বছর আগে ওটা বড় লাগতো। আসলে টাইটানিক ততো বড় নয়। টাইটানিকের ব্যাপারে কথিত আছে - ইনস্যুরেন্স জালিয়াতি করার জন্য, জাহাজটি ইচ্ছা করে ডুবিয়ে দেওয়া হয়েছিলো। এমনকি এটাও কথিত আছে - একই ধরনের দেখতে, অন্য একটি জাহাজ ডুবিয়ে সেটা টাইটানিক নামে চালিয়ে দিয়েছে। টাইটানিক জাহাজ ডুবে প্রায় ১৫০০ মানুষ মারা গেছে। শত বছর ধরে, সবাই এই জাহাজটির নাম জানে। ফেসবুক, ইউটিউবে এমন ধরনের কেচ্ছা কাহিনী দেখা যায়। এর পক্ষে বিপক্ষে অনেক ধরনের আলোচনা পর্যালোচনা আছে। শত বছর পরেও, এখনো টাইটানিক নিয়ে মুখোরচক আলোচনা হয়। আমি তেমন মুখরোচক আলোচনাতে না গিয়ে - আপনাকে শুধুমাত্র একটি তথ্য দিব। ১৯৪৫ সালে, জার্মানীর উইলহেম গুস্টলফ নামক জাহাজ ডুবে ৯০০০ মানুষ মারা গেছে - আপনি কি এই জাহাজটির নাম জানতেন? ১৯৮৭ সালে ফিলিপাইনে ডোনা পাজ নামক জাহাজ ডুবে ৪৪০০ মানুষ মারা গেছে - আপনি কি এই জাহাজটির নাম জানতেন? ১৯৪৮ সালে চীনের কাইয়াঙ্গা নামক জাহাজ ডুবে ৪০০০ মানুষ মারা গেছে - আপনি কি এই জাহাজটির নাম জানতেন? ১৯১৭ সালে কানাডার মন্ট-ব্লাঙ্ক নামক জাহাজ ডুবে ২০০০ মানুষ মারা গেছে - আপনি কি এই জাহাজটির নাম জানতেন? ১৯৯১ সালে মিশরের সালিম এক্সপ্রেস নামক জাহাজ ডুবে ১৬০০ মানুষ মারা গেছে - আপনি কি এই জাহাজটির নাম জানতেন? এই পাঁচটি জাহাজ টাইটানিকের পরে ডুবেছে। সবগুলোতেই টাইটানিকের চেয়ে বেশী মানুষ মারা গেছে। তবুও আপনি ওগুলো একটাও চেনেন না। আপনি চেনেন টাইটানিক। সবচেয়ে মারাত্বক জাহাজডূবির সেরা ৫ এর মধ্যে, টাইটানিক নেই। তবুও আপনি শুধুমাত্র টাইটানিক চেনেন। এর পেছনে একটাই কারন - প্রচার। টাইটানিকের অনেক বেশী প্রচার হয়েছে। এত বেশী প্রচার হলো কেন? এত প্রচারের কারন কি? মানুষ এমনিতেই সত্য জানে। তবে, মিথ্যাকে প্রচার করে জানানো লাগে। টাইটানিকের নাম দিয়ে, অন্য কোন জাহাজ ডুবিয়েছিলো কিনা, সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। তবে, একটা ব্যাপার নিশ্চিত - জাহাজটা ইচ্ছা করেই ডুবিয়েছিলো। ইনস্যুরেন্স জালিয়াতির জন্য, ওটাকে দুর্ঘটনা দেখানোর চেস্টা করেছে। সেই দুর্ঘটনা প্রমান করার জন্যই এত বেশী প্রচার হয়েছে।
Md. Nahid Hasan
mdhasan
276 Points

Popular Questions