Answered 3 years ago
টরেন্ট একটি Peer to peer data distribution system .
ধরুন কারো কাছে একটি ফাইল আছে যা তিনি শেয়ার করতে চান অন্যদের সাথে । কিন্তু অনলাইনে কোন upload এর জন্য দরকার server storage যা তার নিকট নেই। সেক্ষেত্রে torrent তৈরি করে torrent server এ connect হলেই তার হার্ডডিস্ক থেকে সরাসরি যে কেউ download করতে পারবে ।
কিন্তু সবার download speed limited। এক্ষেত্রে যারা file টি download করবে তারা যদি torrent টি active রাখে তবে নতুন downloader দের download speed বৃদ্ধি পাবে। এটিই seeding। যারা file টি download করে seed করবেন তারা file টি অন্যদের জন্য উন্মুক্ত করে দিবেন । এখানে যারা download করবে তারা peer। যারা শুধুমাত্র download করবে কিন্তু upload করবে না , তারা leecher (leech যার শাব্দিক অর্থ “জোঁক”)।
সুতরাং বুঝতেই পারছেন upload speed টা অন্য peer এর download এ কাজে লাগে।
সাধারণত, public torrent download এ এসবের প্রয়োজন হয় না । torrent download শেষে remove করে দিলেই কোন upload হবে না কিন্তু আপনার file থাকবে। কিন্তু কিছু community আছে যেমন torrentbd , crazyHD , যেখানে BDIX speed এ torrent serve হয়। যার ফলে আপনি আপনার limited broadband speed এর চেয়েও অনেক গুন বেশি speed movie, games, software সহ অন্য সকল প্রয়োজনীয় file দ্রুত download করতে পারবেন যা হয়ত normal speed এ সপ্তাহ লেগে যেত। এ ধরনের সুবিধা পেতে আপনাকে পর্যাপ্ত seed ও upload করতে হবে।
babynaznin publisher