জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক সহ পাইথন শেখার জন্য সেরা ওয়েবসাইট কোনটি?

1 Answers   4.9 K

Answered 3 years ago

আমি জ্যাঙ্গোয় কাজ করিনা। আমার ফ্লাস্কেই সব চলে যায়। মাঝে মধ্যে FastAPI ও ব্যবহার করতে হয়, তবে ওটাও কাজ চালানোর মত জ্ঞান।

কয়েকদিন আগে একজন পোড়খাওয়া, জ্ঞানী লোককে একজন জ্যাঙ্গো শেখার রিসোর্স নিয়ে জানতে চান।

তিনি জ্যাঙ্গো গার্লসের টিউটোরিয়ালটা দেখতে বলেন। আমি ওই লোককে বিশ্বাস করার অনেক কারণ দেখেছি।

গুগলে গিয়ে সার্চ করুনঃ

Django girls tutorial বলে।

Kabir Hasan
Kabir Hasan
624 Points

Popular Questions