জেলা শহরে দুই দিনের জন্যে প্রাইভেট কার নিয়ে আসলে নিজস্ব গ্যারেজ না থাকলে গাড়ি রাখার নিরাপদ জায়গা কোথায়?

1 Answers   7 K

Answered 3 years ago

লোকাল থানা বা পুলিশ ফাঁড়িতে অনুরোধ করলে কাজ হয় অনেক সময়। তবে আপনাকে দেখে এবং আচার ব্যবহারে একজন ভদ্রলোক মনে হতে হবে। সেই সাথে গাড়ির কাগজ পত্র সব ঠিক থাকতে হবে। গাড়ি রাখতে তারা এগ্রি হলে আপনার আইডি কর্ডের ফটোকপি জমা দিতে হতে পারে। তবে, গাড়িটি না রাখার পক্ষে তাদের অনেক যুক্তি আছে। কাজেই সেখানে আপনি গাড়িটি রাখতে যাওয়ার আগেই কোন দায়িত্বশীলের সাথে ফোনে কথা বলে নিলে ভাল হয়। গুড লাক।


Sopnil Sopno
sopnil.sopno
487 Points

Popular Questions