Answered 3 years ago
সাবেক পুলিশ কমিশনার বেনজির আহমেদ স্যার একটা সূত্র শিখিয়েছিলেন।পুলিশের চাকুরিতে নানারকম ক্রাইসিস আসে,তাতে খুব কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয়।সূত্রটা হচ্ছে, এই সিদ্ধান্ত নেবার সময় চিন্তা করতে হবে যে এতে সিদ্ধান্তগ্রহীতার কোনও অনৈতিক ব্যক্তিগত লাভ হচ্ছে কিনা। যদি তা না থাকে, যথাসাধ্য চিন্তা করে হাতের কাছে যে তথ্য আছে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। সিদ্ধান্ত ঠিক হোক বা ভুল হোক, সততার সাথে সিদ্ধান্ত নিলে অন্ততঃ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার অপবাদ গায়ে লাগবেনা।বেনজির স্যার গীতা পড়েছেন কিনা জানিনা, শ্রীকৃষ্ণও এভাবে সিদ্ধান্ত নেবার কথা বলেছেন- ফল ভোগের আসক্তি থেকে মুক্ত হয়ে নিষ্কাম চিত্তে নেয়া সিদ্ধান্তই তাঁর মতে শ্রেষ্ঠ সিদ্ধান্ত। ইসলামেও কাছাকাছি কথা বলা আছে- আল্লাহর উপর ভরসা করে মুসলমানগন সিদ্ধান্ত নেন। ভাল বা খারাপ আসলে আপেক্ষিক ব্যাপার, একটা সিদ্ধান্ত নিয়ে ফেলার পর ওটা নিয়ে আফসোস করার কিছু নেই কারণ তা পাল্টানো যাবেনা। আমার ব্যক্তিগত পরামর্শঃ বেশি বেশি করে গীতা পড়ুন, ওটার দর্শনটুকু কাজে লাগান।আপনাকে সনাতন ধর্ম অবলম্বী হতে হবেনা, গীতার কোথাও বলা নেই যে অন্য ধর্মের কেউ এর শিক্ষা কাজে লাগাতে পারবেনা।গীতার সারাংশের পদ্যানুবাদ করেছিলাম জাপান থাকতে, সেখান থেকে দুলাইন তুলে দিইঃপাল্টাবে সব কিছুই এটা এই জগতের রীতি,তবে কেন কষ্ট তোমার, কেন এত ভীতি?এটা মনে রাখুন, সিদ্ধান্ত নেয়া সহজ হয়ে যাবে। শুভকামনা!
fiazfuad publisher