Answered 2 years ago
আমি প্রথমেই বলছি আমি কোন রাজনীতি করি না এবং কোন রাজনীতির দলের সাথে সম্পৃক্ত নই। যুক্তির সাপেক্ষে কিছু বলতে চাচ্ছি।
যেমন:
বন্দর নগরী চট্টগ্রামে ১৯৮১ সালের ৩০ মে সার্কিট হাউসে এক অভ্যুত্থানে তাঁকে হত্যা করে কতিপয় সেনা সদস্য|জিয়াউর রহমানকে সেনা সদস্য কর্তৃক হত্যা করা হয়|কিভাবে শহীদ হল,কেন শহীদ বলা হয়|এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না|ইসলামের পরিভাষায় জিয়াউর রহমানকে শহীদ বলা যাবে কিনা সেটা বিবেচ্য বিষয়|
liza publisher