জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কেন মেয়েদের জন্য অনিরাপদ বলা হয়? এর ইতিহাস কী?

1 Answers   12 K

Answered 3 years ago

এখন পর্যন্ত এই প্রথমবার শুনলাম। না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) মেয়েদের জন্য অনিরাপদ ক্যাম্পাস নয় ভাই। আমার যতটুকু দেখা, এবং সেখানে পড়ুয়া বান্ধবীদের কাছ থেকে যা জানা, সে অনুযায়ী নিরাপত্তা জনিত কিছু শুনিনি কখনো। আর র‍্যান্ডম ঘটনা সমস্ত বিশ্ববিদ্যালয়ে ঘটে। সেটাকে আসলে জেনারেলাইজড ইস্যু করা যায়না।

সুন্দর বিশ্ববিদ্যালয় জাবি।

সম্পাদনা : অনেক অনেক দিন আগে এক দলীয় নেতা বর্বরতা করত, সেটা অল্প কদিনের জন্য। Forts rise, forts fall. সেই কালি বিশ্ববিদ্যালয়ে লাগে নি।

Skandar Mia
skandermia
336 Points

Popular Questions